সচেতনতা কর্মসূচি নিয়ে সড়কে ইলিয়াস কাঞ্চন

 যুগান্তর প্রতিবেদন 
০৪ অক্টোবর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সড়ক ব্যবহারে চালক, পথচারীসহ পরিবহণ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নিয়ে ক্যাম্পেইনে নেমেছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সোমবার নিসচা কেন্দ্রীয় কমিটির সদস্যরা রাজধানীর কাকরাইলে ক্যাম্পেইনে অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সচেতনতামূলক কার্যক্রমে ইলিয়াস কাঞ্চন পথচারীদের নিয়ম মেনে পথ চলতে আহ্বান জানান। যত্রতত্র রাস্তা পার হওয়াদের ডেকে এনে জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সঙ্গে কথা বলেন।

নিসচার কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন খান নান্টু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুর রহমান আসাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান বাবু প্রমুখ। নিসচার পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিকভাবে ৪ অক্টোবর, ৬ অক্টোবর ও ১০ অক্টোবর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে। এরপর কেন্দ্রীয় নেতারা দেশব্যাপী চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবেন। বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতেও কাজ করবেন তারা। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর ১৯৯৩ সালের ১ ডিসেম্বর থেকে নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন করে যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন নিরাপদ সড়ক চাই নামে এ সামাজিক সংগঠন। আর এ সামাজিক কাজের স্বীকৃতি হিসাবে ২০১৭ সালে একুশে পদক পান তিনি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন