সভাপতি নোমানী সম্পাদক সোহেল
ডিআরইউ নির্বাচন
যুগান্তর প্রতিবেদন
০১ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে মুরসালিন নোমানী সভাপতি ও মাইনুল হাসান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন দীপু সারোয়ার। বুধবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। নির্বাচন পরিচালনায় আরও ছিলেন সিনিয়র সাংবাদিক আবু তাহের, এমএ আজিজ, ড. রেজওয়ান সিদ্দিকী ও শাজাহান মিয়া। সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
মনজুরুল আহসান বুলবুল জানান, নির্বাচনের মোট ভোটার ১৭৪৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১৪৫ জন। শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত ফলে দেখা যায়, সভাপতি পদে মুরসালিন নোমানী পেয়েছেন ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ খান পেয়েছেন ৫৪৩ ভোট। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পেয়েছেন ৩৮৩ ভোট।
এছাড়া যুগ্মসাধারণ সম্পাদক মঈনুল আহসান; সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম; অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন; দপ্তর সম্পাদক কাওসার আজম; নারীবিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি); প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন; তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল; ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান; আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে প্রার্থী ছিলেন নয়জন। তাদের মধ্যে নির্বচিত হলেন মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এসএম মোস্তাফিজুর রহমান (সুমন) ও ইব্রাহিম আলী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিআরইউ নির্বাচন
সভাপতি নোমানী সম্পাদক সোহেল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে মুরসালিন নোমানী সভাপতি ও মাইনুল হাসান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন দীপু সারোয়ার। বুধবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। নির্বাচন পরিচালনায় আরও ছিলেন সিনিয়র সাংবাদিক আবু তাহের, এমএ আজিজ, ড. রেজওয়ান সিদ্দিকী ও শাজাহান মিয়া। সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
মনজুরুল আহসান বুলবুল জানান, নির্বাচনের মোট ভোটার ১৭৪৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১৪৫ জন। শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত ফলে দেখা যায়, সভাপতি পদে মুরসালিন নোমানী পেয়েছেন ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ খান পেয়েছেন ৫৪৩ ভোট। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পেয়েছেন ৩৮৩ ভোট।
এছাড়া যুগ্মসাধারণ সম্পাদক মঈনুল আহসান; সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম; অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন; দপ্তর সম্পাদক কাওসার আজম; নারীবিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি); প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন; তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল; ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান; আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে প্রার্থী ছিলেন নয়জন। তাদের মধ্যে নির্বচিত হলেন মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এসএম মোস্তাফিজুর রহমান (সুমন) ও ইব্রাহিম আলী।