চাল ডালের বস্তায় করে ককটেল আনা হয়েছে: ডিএমপি কমিশনার
যুগান্তর প্রতিবেদন
০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাল ডালের বস্তা এবং লাকড়ির আড়ালে বিএনপি কার্যালয়ে ককটেল আনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। আগামী শনিবার ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে গত কয়েকদিন টানাপোড়েন চলছে। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও পুলিশ তাদের সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে যেতে নারাজ বিএনপির নেতাকর্মীরা জনসভার তিনদিন আগে নয়াপল্টনে জড়ো হলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও ২২ জন আহত হন। এরপর বিএনপি কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান চলার মধ্যে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল ডালের বস্তায় ভরে ককটেল আনা হয়েছে। ওইখানে বিএনপি অফিস থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এখানে খাবার ও চাল, ডাল, লাকড়ি জমা করা হয়েছে বলে শুনেছি। ডিএমপি কমিশনার বলেন, উনাদের সমাবেশ ১০ ডিসেম্বর। ‘আজ তো অফিস দিবস। এরপরও বিএনপির লোকজন নয়াপল্টনে গুরুত্বপূর্ণ সড়ক দখল করেছে। যানবাহন চলাচলের বিঘ্ন ঘটিয়েছে। আজকে কোনো সমাবেশ নেই। অথচ এখানে তারা জমায়েত হবেন। এটাতো আমি মনে করি আইনানুগভাবে তারা কাজ করেননি। কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চাল ডালের বস্তায় করে ককটেল আনা হয়েছে: ডিএমপি কমিশনার
চাল ডালের বস্তা এবং লাকড়ির আড়ালে বিএনপি কার্যালয়ে ককটেল আনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। আগামী শনিবার ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে গত কয়েকদিন টানাপোড়েন চলছে। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও পুলিশ তাদের সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে যেতে নারাজ বিএনপির নেতাকর্মীরা জনসভার তিনদিন আগে নয়াপল্টনে জড়ো হলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও ২২ জন আহত হন। এরপর বিএনপি কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান চলার মধ্যে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল ডালের বস্তায় ভরে ককটেল আনা হয়েছে। ওইখানে বিএনপি অফিস থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এখানে খাবার ও চাল, ডাল, লাকড়ি জমা করা হয়েছে বলে শুনেছি। ডিএমপি কমিশনার বলেন, উনাদের সমাবেশ ১০ ডিসেম্বর। ‘আজ তো অফিস দিবস। এরপরও বিএনপির লোকজন নয়াপল্টনে গুরুত্বপূর্ণ সড়ক দখল করেছে। যানবাহন চলাচলের বিঘ্ন ঘটিয়েছে। আজকে কোনো সমাবেশ নেই। অথচ এখানে তারা জমায়েত হবেন। এটাতো আমি মনে করি আইনানুগভাবে তারা কাজ করেননি। কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না।