রংপুরের আ.লীগ নেতা ইলিয়াছ আর নেই
jugantor
রংপুরের আ.লীগ নেতা ইলিয়াছ আর নেই

  রংপুর ব্যুরো  

৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াছ আহমেদ (৭২) আর নেই। রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। রংপুর কোর্ট চত্বর, জেলা আওয়ামী লীগের কার্যালয় ও কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদা শেষে শালবন মিস্ত্রিপাড়া কবরস্থানে দুপুরে তার লাশ দাফন করা হয়।

ইলিয়াছ আহমেদ ১৯৬৭ সালে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। সত্তরের উত্তাল সময়ে তিনি রংপুর কলেজ ছাত্র সংসদের ভিপি এবং রংপুর মহুকুমা ছাত্রলীগের নেতা থাকা অবস্থায় ২ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন। স্বাধীনতার পরে যুবলীগ গঠন হলে তিনি রংপুর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ’৭৫ পরবর্তীতে বিভিন্ন মামলায় নির্যাতনের শিকার হন এবং যুবলীগের সভাপতির দায়িত্ব নেন। তিনি জেলা আওয়ামী লীগের যুব সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে দল ভাঙনের কবলে পড়লে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন এবং প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের পর তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পরবর্তীতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।

ইলিয়াছ আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগে। শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন প্রমুখ। শোক জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদসহ বিভিন্ন দলের নেতারা।

রংপুরের আ.লীগ নেতা ইলিয়াছ আর নেই

 রংপুর ব্যুরো 
৩০ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াছ আহমেদ (৭২) আর নেই। রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। রংপুর কোর্ট চত্বর, জেলা আওয়ামী লীগের কার্যালয় ও কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদা শেষে শালবন মিস্ত্রিপাড়া কবরস্থানে দুপুরে তার লাশ দাফন করা হয়।

ইলিয়াছ আহমেদ ১৯৬৭ সালে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। সত্তরের উত্তাল সময়ে তিনি রংপুর কলেজ ছাত্র সংসদের ভিপি এবং রংপুর মহুকুমা ছাত্রলীগের নেতা থাকা অবস্থায় ২ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন। স্বাধীনতার পরে যুবলীগ গঠন হলে তিনি রংপুর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ’৭৫ পরবর্তীতে বিভিন্ন মামলায় নির্যাতনের শিকার হন এবং যুবলীগের সভাপতির দায়িত্ব নেন। তিনি জেলা আওয়ামী লীগের যুব সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে দল ভাঙনের কবলে পড়লে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন এবং প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের পর তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পরবর্তীতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।

ইলিয়াছ আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগে। শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন প্রমুখ। শোক জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদসহ বিভিন্ন দলের নেতারা।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন