মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুরে একটি হত্যা মামলার আসামি আউয়াল মাদবরকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাত ১২টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। নিহত আউয়াল একই ইউনিয়নের উত্তর পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আউয়াল মাদবর গ্রামে ব্যবসা করতেন। শনিবার রাতে তিনি নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কয়েক বছর আগে একই এলাকার সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল।
নিহত আউয়ালের ছোট ভাই নজরুল মাদবর বলেন, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সদর উপজেলার কালিকাপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাহেব আলী নিহত হন। সেই মামলায় আসামি ছিলেন তিনি। আমাদের ধারণা, সাহেব আলীর পক্ষের লোকজনই আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। মাদারীপুর সদর থানার ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
মাদারীপুরে একটি হত্যা মামলার আসামি আউয়াল মাদবরকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাত ১২টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। নিহত আউয়াল একই ইউনিয়নের উত্তর পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আউয়াল মাদবর গ্রামে ব্যবসা করতেন। শনিবার রাতে তিনি নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কয়েক বছর আগে একই এলাকার সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল।
নিহত আউয়ালের ছোট ভাই নজরুল মাদবর বলেন, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সদর উপজেলার কালিকাপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাহেব আলী নিহত হন। সেই মামলায় আসামি ছিলেন তিনি। আমাদের ধারণা, সাহেব আলীর পক্ষের লোকজনই আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। মাদারীপুর সদর থানার ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।