মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
jugantor
মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  মাদারীপুর প্রতিনিধি  

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

মাদারীপুরে একটি হত্যা মামলার আসামি আউয়াল মাদবরকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাত ১২টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। নিহত আউয়াল একই ইউনিয়নের উত্তর পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আউয়াল মাদবর গ্রামে ব্যবসা করতেন। শনিবার রাতে তিনি নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কয়েক বছর আগে একই এলাকার সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল।

নিহত আউয়ালের ছোট ভাই নজরুল মাদবর বলেন, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সদর উপজেলার কালিকাপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাহেব আলী নিহত হন। সেই মামলায় আসামি ছিলেন তিনি। আমাদের ধারণা, সাহেব আলীর পক্ষের লোকজনই আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। মাদারীপুর সদর থানার ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

 মাদারীপুর প্রতিনিধি 
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মাদারীপুরে একটি হত্যা মামলার আসামি আউয়াল মাদবরকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাত ১২টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। নিহত আউয়াল একই ইউনিয়নের উত্তর পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আউয়াল মাদবর গ্রামে ব্যবসা করতেন। শনিবার রাতে তিনি নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কয়েক বছর আগে একই এলাকার সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল।

নিহত আউয়ালের ছোট ভাই নজরুল মাদবর বলেন, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সদর উপজেলার কালিকাপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাহেব আলী নিহত হন। সেই মামলায় আসামি ছিলেন তিনি। আমাদের ধারণা, সাহেব আলীর পক্ষের লোকজনই আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। মাদারীপুর সদর থানার ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন