বাংলাদেশ সফরে বেলজিয়ামের রানি মাথিলদা
কূটনৈতিক প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেলজিয়ামের রানি মাথিলদা বাংলাদেশ সফরে এসেছেন। সোমবার ঢাকায় তাকে জাতিসংঘ টিম স্বাগত জানায়। তিনদিনের সফরে জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিলদা জাতিসংঘ কান্ট্রি টিমের সদস্য এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া এসডিজি নিয়ে কাজ করছে এমন একাধিক জাতিসংঘ সংস্থার প্রকল্প এলাকা তিনি পরিদর্শন করবেন। রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণে একদিনের সফরে তিনি কক্সবাজারে যাবেন।
সফরের প্রথম দিন রানি মাথিলদা নারায়ণগঞ্জে ফকির অ্যাপারেলস লিমিটেডের গার্মেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করেন। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পোশাক প্রস্তুতকারী এ ফ্যাক্টরির এক তৃতীয়াংশ জনবল নারী। কয়েকজন নারী কর্মীদের সঙ্গেও রানি কথা বলেন। এরপর ঢাকার খিলগাঁও এলাকার সামর্থ্যভিত্তিক দ্রুত শিক্ষণকেন্দ্র তিনি পরিদর্শন করেন। কোভিড-১৯ মহামারি কিভাবে শিশুদের জীবন এবং শিক্ষা ক্ষেত্রে বিঘ্ন্ন ঘটিয়েছে সেসব নিয়ে তিনি সেখানে শিশুদের সঙ্গে কথা বলেন। ২০১৩ সালে মাথিলদা রাজসিংহাসনে বসেন। ঝুঁকিগ্রস্ত মানুষের সেবায় সহায়তা দিতে ২০০১ সালে তিনি প্রিন্সেস মাথিলদা তহবিল (বর্তমানে রানি মাথিলদা তহবিল) গঠন করেন। এসডিজি অর্জনে সহায়তাকারী হিসাবে তিনি বিশেষভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে নিবিড়ভাবে কাজ করেন। গুম ও যৌন নির্যাতনের শিকার শিশুদের ফাউন্ডেশন চাইল্ড ফোকাস এবং ইউনিসেফ বেলজিয়ামের অনারারি প্রেসিডেন্ট তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশ সফরে বেলজিয়ামের রানি মাথিলদা
বেলজিয়ামের রানি মাথিলদা বাংলাদেশ সফরে এসেছেন। সোমবার ঢাকায় তাকে জাতিসংঘ টিম স্বাগত জানায়। তিনদিনের সফরে জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিলদা জাতিসংঘ কান্ট্রি টিমের সদস্য এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া এসডিজি নিয়ে কাজ করছে এমন একাধিক জাতিসংঘ সংস্থার প্রকল্প এলাকা তিনি পরিদর্শন করবেন। রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণে একদিনের সফরে তিনি কক্সবাজারে যাবেন।
সফরের প্রথম দিন রানি মাথিলদা নারায়ণগঞ্জে ফকির অ্যাপারেলস লিমিটেডের গার্মেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করেন। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পোশাক প্রস্তুতকারী এ ফ্যাক্টরির এক তৃতীয়াংশ জনবল নারী। কয়েকজন নারী কর্মীদের সঙ্গেও রানি কথা বলেন। এরপর ঢাকার খিলগাঁও এলাকার সামর্থ্যভিত্তিক দ্রুত শিক্ষণকেন্দ্র তিনি পরিদর্শন করেন। কোভিড-১৯ মহামারি কিভাবে শিশুদের জীবন এবং শিক্ষা ক্ষেত্রে বিঘ্ন্ন ঘটিয়েছে সেসব নিয়ে তিনি সেখানে শিশুদের সঙ্গে কথা বলেন। ২০১৩ সালে মাথিলদা রাজসিংহাসনে বসেন। ঝুঁকিগ্রস্ত মানুষের সেবায় সহায়তা দিতে ২০০১ সালে তিনি প্রিন্সেস মাথিলদা তহবিল (বর্তমানে রানি মাথিলদা তহবিল) গঠন করেন। এসডিজি অর্জনে সহায়তাকারী হিসাবে তিনি বিশেষভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে নিবিড়ভাবে কাজ করেন। গুম ও যৌন নির্যাতনের শিকার শিশুদের ফাউন্ডেশন চাইল্ড ফোকাস এবং ইউনিসেফ বেলজিয়ামের অনারারি প্রেসিডেন্ট তিনি।