চট্টগ্রামের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আর নেই
আজ দাফন, বিভিন্ন মহলের শোক
চট্টগ্রাম ব্যুরো
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ-সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ (৭৩) আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোববার রাত সাড়ে ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন তিনি। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল গ্রামে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আরও অনেক ব্যক্তি ও সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সোমবার সকাল ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারে তার লাশ আনা হয় চট্টগ্রামে। এদিন বাদ আসর বোয়ালখালী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে জানাজা শেষে গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে।
মোছলেম উদ্দিন আহমদ ১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হন। পরে মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিনবার সাধারণ সম্পাদক, দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আর নেই
আজ দাফন, বিভিন্ন মহলের শোক
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ-সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ (৭৩) আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোববার রাত সাড়ে ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন তিনি। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল গ্রামে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আরও অনেক ব্যক্তি ও সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সোমবার সকাল ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারে তার লাশ আনা হয় চট্টগ্রামে। এদিন বাদ আসর বোয়ালখালী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে জানাজা শেষে গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে।
মোছলেম উদ্দিন আহমদ ১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হন। পরে মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিনবার সাধারণ সম্পাদক, দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন।