কুমিল্লায় পিস্তল প্রদর্শন করে ভাইরাল ইউপি চেয়ারম্যান
কুমিল্লায় পিস্তল প্রদর্শন করে ভাইরাল এক ইউপি চেয়ারম্যান। তার নাম খলিলুর রহমান। তিনি জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়-কোমরে পিস্তল নিয়ে এলাকায় ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন চেয়ারম্যান। আকাশি রঙের শার্ট ও বাদামি রঙের প্যান্টের ফরমাল পোশাকের কোমর বন্ধনীতে রাখা একটি পিস্তল। অপরিচিতদের বুঝার উপায় নেই-তিনি ইউপি চেয়ারম্যান নাকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ। শনিবার সন্ধ্যায় এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ভাইরাল ওই ছবিতে দুজন ব্যক্তির হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতে দেখা গেছে চেয়ারম্যান খলিলুর রহমানকে। এসময় প্রকাশ্যে কোমরের ডান পাশে প্রদর্শন করে রাখা হয়েছে পিস্তল। যদিও ওই ইউপি চেয়ারম্যানের দাবি পিস্তলটি লাইসেন্স করা। লাইসেন্স করা হলেও এভাবে প্রদর্শন করা নিয়ে জনমনে নেতিবাচক প্রশ্ন দেখা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-এর ২৫ নম্বরের ‘ক’ [অনুচ্ছেদে বলা হয়েছে, কোন ব্যক্তি স্বীয় লাইসেন্স ‘এন্ট্রিকরা অস্ত্র আÍরক্ষার জন্য নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে, এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না]।
কুমিল্লায় পিস্তল প্রদর্শন করে ভাইরাল ইউপি চেয়ারম্যান
কুমিল্লা ব্যুরো
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় পিস্তল প্রদর্শন করে ভাইরাল এক ইউপি চেয়ারম্যান। তার নাম খলিলুর রহমান। তিনি জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়-কোমরে পিস্তল নিয়ে এলাকায় ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন চেয়ারম্যান। আকাশি রঙের শার্ট ও বাদামি রঙের প্যান্টের ফরমাল পোশাকের কোমর বন্ধনীতে রাখা একটি পিস্তল। অপরিচিতদের বুঝার উপায় নেই-তিনি ইউপি চেয়ারম্যান নাকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ। শনিবার সন্ধ্যায় এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ভাইরাল ওই ছবিতে দুজন ব্যক্তির হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতে দেখা গেছে চেয়ারম্যান খলিলুর রহমানকে। এসময় প্রকাশ্যে কোমরের ডান পাশে প্রদর্শন করে রাখা হয়েছে পিস্তল। যদিও ওই ইউপি চেয়ারম্যানের দাবি পিস্তলটি লাইসেন্স করা। লাইসেন্স করা হলেও এভাবে প্রদর্শন করা নিয়ে জনমনে নেতিবাচক প্রশ্ন দেখা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-এর ২৫ নম্বরের ‘ক’ [অনুচ্ছেদে বলা হয়েছে, কোন ব্যক্তি স্বীয় লাইসেন্স ‘এন্ট্রিকরা অস্ত্র আÍরক্ষার জন্য নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে, এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না]।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023