বাউফলে এমপি ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন, বাউফল
২২ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি আসম ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে এই মিছিল ও সমাবেশ হয়। মিছিলটি পৌর শহরের কাগুজিরপুল থেকে বের হয়। এরপর গোলাবাড়ি, কুন্ডুপট্টি, পাবলিক মাঠ ও হাচন দালাল মার্কেট হয়ে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে মোতালেব হাওলাদার অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মিছিল-পরবর্তী ইলিশ চত্বরের প্রতিবাদ সভায় বত্তৃদ্ধতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও বাউফল সদর ইউনিয়নে চেয়ারম্যান জাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আনন্দ মিছিলে হামলায় দলের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারসহ ২০-২৫ নেতাকর্মী আহত হওয়ার ঘটনার জন্য আ স ম ফিরোজ এমপিকে দায়ী করেন। এই হামলার ঘটনার পর থেকেই আওয়ামী লীগের একটি পক্ষ আ স ম ফিরোজ এমপির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং নানা কর্মসূচির ঘোষণা দেন।
সোমবার সকালে এমপি ও উপজেলা চেয়ারম্যান অনুসারীরা ফের পালটাপালটি কর্মসূচির ঘোষণা দেন। পৌরশহরে নিরাপত্তা জোরদার করা হয়। সোমবার বিকালে পটুয়াখালী জেলা প্রশাসকের মধ্যস্থতায় এমপি ফিরোজের অনুসারীরা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাউফলে এমপি ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ
পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি আসম ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে এই মিছিল ও সমাবেশ হয়। মিছিলটি পৌর শহরের কাগুজিরপুল থেকে বের হয়। এরপর গোলাবাড়ি, কুন্ডুপট্টি, পাবলিক মাঠ ও হাচন দালাল মার্কেট হয়ে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে মোতালেব হাওলাদার অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মিছিল-পরবর্তী ইলিশ চত্বরের প্রতিবাদ সভায় বত্তৃদ্ধতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও বাউফল সদর ইউনিয়নে চেয়ারম্যান জাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আনন্দ মিছিলে হামলায় দলের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারসহ ২০-২৫ নেতাকর্মী আহত হওয়ার ঘটনার জন্য আ স ম ফিরোজ এমপিকে দায়ী করেন। এই হামলার ঘটনার পর থেকেই আওয়ামী লীগের একটি পক্ষ আ স ম ফিরোজ এমপির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং নানা কর্মসূচির ঘোষণা দেন।
সোমবার সকালে এমপি ও উপজেলা চেয়ারম্যান অনুসারীরা ফের পালটাপালটি কর্মসূচির ঘোষণা দেন। পৌরশহরে নিরাপত্তা জোরদার করা হয়। সোমবার বিকালে পটুয়াখালী জেলা প্রশাসকের মধ্যস্থতায় এমপি ফিরোজের অনুসারীরা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।