আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি
jugantor
আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

  যুগান্তর প্রতিবেদক, নবাবগঞ্জ  

২৯ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজান মাসে সব ভেদাভেদ ও সামাজিক বৈষম্য ভুলে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে গরিব-দুঃখীদের মাঝে শাড়ি বিতরণকালে অডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শাড়ি বিতরণ করা হয়।

সালমা ইসলাম বলেন, রমজান এলেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। এতে হতদরিদ্র মানুষ পরিবার-পরিজন নিয়ে কোণঠাসা হয়ে পড়ে। এ সময় বিত্তবানদের একটু সহায়তা হতে পারে তাদের জন্য বিরাট সহায়ক শক্তি। আমাদের উচিত রমজানে দরিদ্রদের সাধ্য অনুযায়ী সাহায্য ও সহযোগিতা করা। এ সময় তিনি স্থানীয় জনসাধারণকে আগাম ঈদ শুভেচ্ছা জানান।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে উপজেলার কলাকোপা, নয়নশ্রী, যন্ত্রাইল, বান্দুরা, শিকারীপাড়া, বারুয়াখালী ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জাতীয় পার্টির নেতা বোরহান উদ্দিন, এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, টিপু মিয়া, মতিন মেম্বার, আব্দুস সালাম, সোলাইমান মেম্বার, মো. সামসুদ্দিন, ইয়াসিন রবিন, ওয়াসিম আহমেদ, সাহাদাৎ মেম্বার, শ্রী অমল দাস, নকুল বিশ্বাস, মনির হোসেন, মালেক মোল্লা, আতাহার আলী, সালাম মোল্লা, কিরণ খান, মো. সেলিম, তাজনিনা আহমেদ নিনা, লিলি আক্তার, লুতফা মেম্বার, যুব নেতা শ্রীকৃষ্ণ সাহা, শুভ্র তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

 যুগান্তর প্রতিবেদক, নবাবগঞ্জ 
২৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজান মাসে সব ভেদাভেদ ও সামাজিক বৈষম্য ভুলে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে গরিব-দুঃখীদের মাঝে শাড়ি বিতরণকালে অডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শাড়ি বিতরণ করা হয়।

সালমা ইসলাম বলেন, রমজান এলেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। এতে হতদরিদ্র মানুষ পরিবার-পরিজন নিয়ে কোণঠাসা হয়ে পড়ে। এ সময় বিত্তবানদের একটু সহায়তা হতে পারে তাদের জন্য বিরাট সহায়ক শক্তি। আমাদের উচিত রমজানে দরিদ্রদের সাধ্য অনুযায়ী সাহায্য ও সহযোগিতা করা। এ সময় তিনি স্থানীয় জনসাধারণকে আগাম ঈদ শুভেচ্ছা জানান।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে উপজেলার কলাকোপা, নয়নশ্রী, যন্ত্রাইল, বান্দুরা, শিকারীপাড়া, বারুয়াখালী ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জাতীয় পার্টির নেতা বোরহান উদ্দিন, এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, টিপু মিয়া, মতিন মেম্বার, আব্দুস সালাম, সোলাইমান মেম্বার, মো. সামসুদ্দিন, ইয়াসিন রবিন, ওয়াসিম আহমেদ, সাহাদাৎ মেম্বার, শ্রী অমল দাস, নকুল বিশ্বাস, মনির হোসেন, মালেক মোল্লা, আতাহার আলী, সালাম মোল্লা, কিরণ খান, মো. সেলিম, তাজনিনা আহমেদ নিনা, লিলি আক্তার, লুতফা মেম্বার, যুব নেতা শ্রীকৃষ্ণ সাহা, শুভ্র তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন