যমুনার ফ্রিজ কিনে আরেকটি উপহার পেলেন চাটমোহরের আমিরুল

হবিগঞ্জে শোরুম উদ্বোধন
 হবিগঞ্জ ও চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
৩০ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বাড়িতে ফ্রিজ ছিল না পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ব্যবসায়ী আমিরুল ইসলামের। অন্যের ফ্রিজে জিনিসপত্র রাখতে গিয়ে নানা কটু কথা শুনতে হতো তাকে ও পরিবারের সদস্যদের। দীর্ঘদিন ধরেই মনস্থির করেছিলেন টাকা জমিয়ে ভালো মানের একটি ফ্রিজ কিনবেন। সম্প্রতি স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে পৌর শহরের নারিকেলপাড়া ‘যমুনা প্লাজা’ থেকে ‘মিশন মিলিয়নার অফার’-এর ২২০ সিএফটির ব্ল্যাক বেরি মডেলের একটি ফ্রিজ কেনেন। তবে, ফ্রিজ কিনে বাড়ি ফেরার পরেই শোনেন খুশির খবর। যমুনা প্লাজা থেকে ফোন করে জানানো হয়, তিনি (আমিরুল) আরেকটি ফ্রিজ উপহার পেয়েছেন। এমন খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আমিরুল। পুরো পরিবারে বইতে শুরু করে আনন্দের বন্যা।

সোমবার যমুনা প্লাজা’র ম্যানেজার জিয়াউল হক আমিরুল ইসলামের হাতে পুরস্কার হিসাবে পাওয়া আরেকটি নতুন ফ্রিজ তুলে দেন। এ সময় নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে আমিরুল বলেন, স্বজনরা সবাই যমুনার পণ্য ব্যবহার করেন। কষ্ট করে টাকা জমিয়েছিলাম দেশের সেরা পণ্য কিনব। তাই যমুনা ফ্রিজ কিনেছিলাম। তবে উপহার হিসাবে আরেকটি ফ্রিজ পাব এটা ভাবিনি।

আমিরুল আরও বলেন, ফ্রিজ না থাকার যে কী কষ্ট সেটা আমি বুঝেছি। তাই দেশের সেরা পণ্য যমুনা ফ্রিজটি আমার বোনকে উপহার দেব।

হবিগঞ্জে যমুনা ইলেক্ট্রনিক্সের শোরুম উদ্বোধন : এবার হবিগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ইলেক্ট্রনিক্সের শোরুম খোলা হয়েছে। এনজিও জিএলডিপি’র প্রতিষ্ঠান জিএলডিপি ইলেক্ট্রনিক্স এ শোরুমটি পরিচালনা করছে। জেলা শহরের পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) সড়কে সোমবার সন্ধ্যায় এ শোরুমের উদ্বোধন করেন জিএলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আরব আলী। এতে বিশেষ অতিথি ছিলেন যমুনা ইলেক্ট্রনিক্সের সেলস অ্যান্ড মার্কেটিং এর জিএম মো. আব্দুল মতিন ও প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ জিতু মিয়া। উপস্থিত ছিলেন জিএলডিপি ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী মো. জাবেদ আলী ও যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের জোনাল ম্যানেজার মো. সাইফুল ইসলাম।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন