লোহাগড়ায় গ্রামপুলিশকে কুপিয়ে হত্যা

 লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি 
৩০ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তরা মো. বকুল শেখ (৪৭) নামে এক গ্রামপুলিশকে কুপিয়ে হত্যা করেছে। রোববার রাতে লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গ্রামপুলিশ বকুল শেখ কুমড়ি গ্রামে পূর্বপাড়ার মৃত বদির শেখের ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববারও বকুল শেখ দিঘলিয়া ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে ওতপেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে রমজান শেখ ও মেঝ ছেলে রাকিব শেখ বলেন, এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতা এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের পূর্বপাড়ার আইনাল শেখ, আজমল শেখ, আনছার শেখ ওরফে পাগল, আসিব শেখ ও রুবেল শেখসহ আরও ১০-১২ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার বাবাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। আমরা এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন