সিলেট সিটি নির্বাচন

গানের সুরে আর আকর্ষণীয় স্লোগানে জমজমাট প্রচারণা

মেয়রসহ ৪১ প্রার্থীকে বিএনপির শোকজ
 আবদুর রশিদ রেনু, সিলেট 
০৫ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের গানে গানে ভোট প্রার্থনার বিষয়টি এবার প্রচারণায় দিয়েছে ভিন্নমাত্রা। এ ক্ষেত্রে তিনি অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন। বেলা ২টা বাজার সঙ্গে সঙ্গে নগরীর অলিগলি মুখর হয়ে ওঠে গানের সুর আর রকমারি স্লোগানে নৌকার প্রার্থী বন্দনায়। জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ-সদস্য মমতাজসহ বেশ কজন শিল্পী কণ্ঠ দিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনি প্রচারণামূলক গানে। এসব গান ইতোমধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী থাকলেও জোর প্রচারণায় রয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাত পাখা)। শুক্রবার থেকে প্রচারণা শুরু হলেও বাকি ৪ মেয়র প্রার্থী জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু (ঘোড়া), ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ও শাহজাহান মিয়ার (বাস) প্রচারণা নেই বললেই চলে।

বিএনপি নির্বাচন বর্জন করায় বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবার প্রার্থী হননি। যার প্রভাব পড়েছে ভোটারদের নির্বাচনি আলোচনায়। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় একজন মেয়র প্রার্থী ও ৪০ কাউন্সিলর প্রার্থীকে শোকজ করেছে বিএনপি।

নগরজুড়ে মাইকিং ছাড়াও রোববার নগরীর ২০ ও ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ২১ জুন নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, বলদেব দাসসহ স্থানীয় ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল রোববার বেলা ১২টায় নগরীর কালীঘাট এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় নগরীর সোনারপাড়া ফরহাদ খাঁ পুল সংলগ্ন এলাকায় ২১নং ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির ছাড়াও পার্টির নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল নগরীর বিমানবন্দর এলাকায় গণসংযোগ করেন। পথসভা করেন নয়াবাজার, টিলারগাঁও, মাউন্ট এডোরার সামন, তেমুখী পয়েন্ট, বাসস্ট্যান্ড, ভার্সিটি গেট, নাজিরেরগাও পয়েন্ট, শাহপরান পয়েন্ট ও টুকের বাজারে। সন্ধ্যায় উঠান বৈঠক করেন নগরীর সোনারপাড়ায়।

৪১ প্রার্থীকে বিএনপির শোকজ : সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থীসহ ৪১ প্রার্থীকে শোকজ করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাদের শোকজ করা হয়। শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিশপ্রাপ্ত একাধিক প্রার্থী কোনো জবাব দেবেন না বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন।

নোটিশপ্রাপ্তরা হলেন মেয়র প্রার্থী ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. ছালাহ উদ্দিন রিমন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদি, ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সদস্য নজরুল ইসলাম মুনিম, ১৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সদস্য এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর ও ২৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উসমান হারুন পনির, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মোস্তফা কামাল, গউছ উদ্দিন পাখি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন নাদিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুফতি কমর উদ্দিন কামু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিঠু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো. কামাল মিয়া ও সদস্য খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন, শাহেদ সিরাজ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান জুবের, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রহিম মতছির, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালমান চৌধুরী শাম্মী, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মামুনুর রহমান মামুন, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বদরুল আজাদ রানা, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হুমায়ুন কবির সুহিন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ রনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্বাস, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাবেদ আমিন সেলিম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মিয়া, বরইকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সানর মিয়া, টুলটিকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুকিত, মহানগর ছাত্রদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানবীর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দুলাল আহমদ, জেলা বিএনপি নেতা দেলওয়ার হোসেন জয়, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাছিব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক সুমন আহমদ সিকদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা সাহেদ খান স্বপন, বরইকান্দি ইউনিয়ন বিএনপির নুরুল ইসলাম মাসুম, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, মহানগর মহিলা দলের সহ-সভাপতি রুহেনা বেগম মুক্তা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট ইউনিটের সদস্য অ্যাডভোকেট জহুরা জেসমিন ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুন নাহার তান্নি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন