নির্বাচন সামনে রেখে সক্রিয় কিশোর গ্যাং
সিলেট সিটি নির্বাচন
আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তারা আবার এলাকায় ফিরেছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে তারা সক্রিয় হয়ে উঠেছে। তাদের হাতে একাধিক খুনের ঘটনাও ঘটেছে। উঠতি বয়সের তরুণরা মাদক, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। গত সপ্তাহে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এছাড়া তাদের ছুরিকাঘাতে মারাত্মক আহত এক যুবক ঢাকায় চিকিৎসাধীন।
জানা গেছে, ২০১৮ সালের দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের নামধারী কিশোররা সংঘবদ্ধ হয়ে নানা অপরাধে লিপ্ত হয়। নগরীর টিলাগড়, কল্যাণপুর, শাপলাবগ, মিরাবাজার ও মেডিকেল এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে যায়। ইমারজেন্সি ফটক, মনিকা সিনেমা হলের সামনের চত্বর, শামীমাবাদ, ঘাষিটুলা, বাগবাড়ী, পশ্চিম শেখঘাট, মেডিকেলের স্টাফ কোয়ার্টার এলাকা, নার্সিং হোস্টেল এলাকা সবই তাদের দখলে যায়। বর্তমানে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। রোববার রাত ১টার দিকে নগরের চৌখিদেখি পেট্রোলপাম্পসংলগ্ন ফিজা অ্যান্ড কোং আউটলেটের সামনের সড়কে যুবক আদম মিয়াকে ছুরিকাঘাত করা হয়। নগরীর আম্বরখানার মজুমদারী আবাসিক এলাকার খোকন মিয়ার ছেলে আদমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আদম কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানান স্থানীয়রা।
বৃহস্পতিবার ভোরে নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার শিশুপার্কের সামনে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী গোবিন্দ দাস খুন হন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে গোবিন্দ নগরীর আখালিয়া এলাকার কলোনিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। পুরো ঘটনা এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযান চালিয়ে পুলিশ হৃদয় সার্কিট, রাহাত রাব্বি, সৌরভ দাস ও আতিকুর রহমানকে গ্রেফতার করে। তারা নগরীর শিবগঞ্জ ও টিলাগড় এলাকার বাসিন্দা। তাদের বয়স ১৮ থেকে ২০ বছর।
মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, কিশোর অপরাধীদের অপতৎপরতা রুখতে এসএমপির ছয়টি থানায় ২২০ জন কিশোরের তালিকা তৈরি করা হয়েছে। এসব তালিকা যাচাই-বাছাই চলছে। এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরিফ যুগান্তরকে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা স্থানীয় কোনো না কোনো মহলের আশ্রয়-প্রশ্রয়ে আছে। তিনি আরও বলেন, ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সবাই কিশোর। তবে অপরাধী যেই হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই।
নির্বাচন সামনে রেখে সক্রিয় কিশোর গ্যাং
সিলেট সিটি নির্বাচন
আজমল খান, সিলেট
০৮ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তারা আবার এলাকায় ফিরেছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে তারা সক্রিয় হয়ে উঠেছে। তাদের হাতে একাধিক খুনের ঘটনাও ঘটেছে। উঠতি বয়সের তরুণরা মাদক, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। গত সপ্তাহে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এছাড়া তাদের ছুরিকাঘাতে মারাত্মক আহত এক যুবক ঢাকায় চিকিৎসাধীন।
জানা গেছে, ২০১৮ সালের দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের নামধারী কিশোররা সংঘবদ্ধ হয়ে নানা অপরাধে লিপ্ত হয়। নগরীর টিলাগড়, কল্যাণপুর, শাপলাবগ, মিরাবাজার ও মেডিকেল এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে যায়। ইমারজেন্সি ফটক, মনিকা সিনেমা হলের সামনের চত্বর, শামীমাবাদ, ঘাষিটুলা, বাগবাড়ী, পশ্চিম শেখঘাট, মেডিকেলের স্টাফ কোয়ার্টার এলাকা, নার্সিং হোস্টেল এলাকা সবই তাদের দখলে যায়। বর্তমানে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। রোববার রাত ১টার দিকে নগরের চৌখিদেখি পেট্রোলপাম্পসংলগ্ন ফিজা অ্যান্ড কোং আউটলেটের সামনের সড়কে যুবক আদম মিয়াকে ছুরিকাঘাত করা হয়। নগরীর আম্বরখানার মজুমদারী আবাসিক এলাকার খোকন মিয়ার ছেলে আদমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আদম কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানান স্থানীয়রা।
বৃহস্পতিবার ভোরে নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার শিশুপার্কের সামনে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী গোবিন্দ দাস খুন হন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে গোবিন্দ নগরীর আখালিয়া এলাকার কলোনিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। পুরো ঘটনা এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযান চালিয়ে পুলিশ হৃদয় সার্কিট, রাহাত রাব্বি, সৌরভ দাস ও আতিকুর রহমানকে গ্রেফতার করে। তারা নগরীর শিবগঞ্জ ও টিলাগড় এলাকার বাসিন্দা। তাদের বয়স ১৮ থেকে ২০ বছর।
মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, কিশোর অপরাধীদের অপতৎপরতা রুখতে এসএমপির ছয়টি থানায় ২২০ জন কিশোরের তালিকা তৈরি করা হয়েছে। এসব তালিকা যাচাই-বাছাই চলছে। এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরিফ যুগান্তরকে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা স্থানীয় কোনো না কোনো মহলের আশ্রয়-প্রশ্রয়ে আছে। তিনি আরও বলেন, ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সবাই কিশোর। তবে অপরাধী যেই হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023