সিটি নির্বাচন
রাজশাহী বিএনপির ১৬ নেতাকে আজীবন বহিষ্কার
খুলনায় ১১ নেতাকে শোকজ
রাজশাহী সিটি নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর পদে অংশ নেওয়া নগর বিএনপির ১৬ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দলটি। এদিকে দলের সিদ্ধান্ত অমান্য করে সরকারের অধীনে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে মহানগর বিএনপির সদস্য নাসির খানসহ ১১ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ব্যুরোর পাঠানো খবর-
রাজশাহী : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বুধবার রাতে এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে এই নেতাদের ‘বেইমান, বিশ্বাসঘাতক ও মীর জাফর’ বলা হয়েছে। এর আগে ৫ জুন সিটি নির্বাচনে অংশ নেওয়া ১৬ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠান রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ও সদস্য সচিব মো. মামুন-অর-রশিদ।
বহিষ্কার হওয়া ১৬ বিএনপি নেতা হলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি বদিউজ্জামান, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহমখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. টুটুল, শাহমখদুম থানার সাবেক সহসম্পাদক আবদুস সোবহান লিটন, নগর যুবদলের সাবেক সহসভাপতি বেলাল হোসেন, নগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া পূর্ব থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল আজিম আমিন, মতিহার থানা বিএনপির সাবেক সহসভাপতি আশরাফুল হাসান এবং মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আলতাফুন নেসা, যুগ্মসম্পাদক সামসুন নাহার, সহসভাপতি শাহানাজ বেগম ও আয়েশা খাতুন।
এদিকে ৬ জুন এই ১৬ জনকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে ১৬ জনের মধ্যে মাত্র একজন শোকজ নোটিশের জবাব দেন। বাকিরা সাড়া দেননি। তবে সাড়া দেওয়া একজন নেতার জবাব সন্তোষজনক হয়নি।
খুলনা : মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বৃহস্পতিবার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, খুলনা মহানগর বিএনপি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে না। অথচ দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনি প্রচারণায় অনেকেই অংশ নিয়েছেন, যার প্রমাণ ইতোমধ্যে খুলনা মহানগর বিএনপির দপ্তরে এসেছে। তাদের কারণ দর্শানোর নোটিশসহ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্তরা হলেন মহানগর বিএনপির সদস্য নাসির খান, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস ফকির, ২০নং ওয়ার্ড বিএনপি সদস্য মো. সাবু খন্দকার ও রিপন শিকদার, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন বাবলু, ১৯নং ওয়ার্ড বিএনপি সদস্য আবুল কালাম আজাদ বাবু, ১৯নং ওয়ার্ড বিএনপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা সোহরাব হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সেলিম এবং ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য জিহাদ আল আমিন।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন যুগান্তরকে বলেন, এর বাইরে যদি কেউ নির্বাচনে অংশ নেয় এবং আমাদের হাতে তথ্য আসে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।
এদিকে একাধিক থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আওয়ামী লীগের পক্ষ এবং পছন্দের ব্যক্তির পক্ষে কাউন্সিলর পদে প্রচারণা করলেও তাদের কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
রাজশাহী বিএনপির ১৬ নেতাকে আজীবন বহিষ্কার
সিটি নির্বাচন
খুলনায় ১১ নেতাকে শোকজ
যুগান্তর ডেস্ক
০৯ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী সিটি নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর পদে অংশ নেওয়া নগর বিএনপির ১৬ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দলটি। এদিকে দলের সিদ্ধান্ত অমান্য করে সরকারের অধীনে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে মহানগর বিএনপির সদস্য নাসির খানসহ ১১ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ব্যুরোর পাঠানো খবর-
রাজশাহী : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বুধবার রাতে এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে এই নেতাদের ‘বেইমান, বিশ্বাসঘাতক ও মীর জাফর’ বলা হয়েছে। এর আগে ৫ জুন সিটি নির্বাচনে অংশ নেওয়া ১৬ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠান রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ও সদস্য সচিব মো. মামুন-অর-রশিদ।
বহিষ্কার হওয়া ১৬ বিএনপি নেতা হলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি বদিউজ্জামান, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহমখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. টুটুল, শাহমখদুম থানার সাবেক সহসম্পাদক আবদুস সোবহান লিটন, নগর যুবদলের সাবেক সহসভাপতি বেলাল হোসেন, নগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া পূর্ব থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল আজিম আমিন, মতিহার থানা বিএনপির সাবেক সহসভাপতি আশরাফুল হাসান এবং মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আলতাফুন নেসা, যুগ্মসম্পাদক সামসুন নাহার, সহসভাপতি শাহানাজ বেগম ও আয়েশা খাতুন।
এদিকে ৬ জুন এই ১৬ জনকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে ১৬ জনের মধ্যে মাত্র একজন শোকজ নোটিশের জবাব দেন। বাকিরা সাড়া দেননি। তবে সাড়া দেওয়া একজন নেতার জবাব সন্তোষজনক হয়নি।
খুলনা : মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বৃহস্পতিবার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, খুলনা মহানগর বিএনপি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে না। অথচ দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনি প্রচারণায় অনেকেই অংশ নিয়েছেন, যার প্রমাণ ইতোমধ্যে খুলনা মহানগর বিএনপির দপ্তরে এসেছে। তাদের কারণ দর্শানোর নোটিশসহ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্তরা হলেন মহানগর বিএনপির সদস্য নাসির খান, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস ফকির, ২০নং ওয়ার্ড বিএনপি সদস্য মো. সাবু খন্দকার ও রিপন শিকদার, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন বাবলু, ১৯নং ওয়ার্ড বিএনপি সদস্য আবুল কালাম আজাদ বাবু, ১৯নং ওয়ার্ড বিএনপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা সোহরাব হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সেলিম এবং ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য জিহাদ আল আমিন।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন যুগান্তরকে বলেন, এর বাইরে যদি কেউ নির্বাচনে অংশ নেয় এবং আমাদের হাতে তথ্য আসে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।
এদিকে একাধিক থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আওয়ামী লীগের পক্ষ এবং পছন্দের ব্যক্তির পক্ষে কাউন্সিলর পদে প্রচারণা করলেও তাদের কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023