বরিশাল সিটি নির্বাচন
হাতপাখার ইশতেহার ঘোষণা
শিল্পাঞ্চল গড়বেন খোকন * প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তাপসের
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেছেন, নির্বাচিত হলে বরিশালকে শিল্পাঞ্চলে রূপান্তর করব। শ্রমিকবান্ধব নগরীর গড়ার পাশাপাশি ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করে বিনিয়োগ আকৃষ্ট করা হবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর হাটখোলায় এমইপি কারখানা শ্রমিকদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে জানিয়ে লাঙলের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেছেন, এটা কি মগের মুল্লুক। সরকারের বিভিন্ন বিভাগ থেকে আমাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো সামাজিক সংগঠনের কাছে কর্মসূচি করতে গেলে সেই সংগঠনকে নিষেধ করছে। সকালে নগরীর বাকলার মোড়ে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম উন্নয়নের ১৭ দফা ইশতেহার ঘোষণা করেছেন। তিনি নির্বাচিত হলে দুর্নীতি, দুঃশাসন, মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত ও নিরাপদ নগরী গড়বেন। বেলা ১১টায় নগরীর বান্দরোডের একটি রেস্তোরাঁয় এ ইশতেহার ঘোষণা করেন ফয়জুল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন নগরীর কাঠপট্টিতে গণসংযোগ করেছেন।
নৌকার প্রার্থী খোকন আরও বলেন, আমার জন্য দোয়া করবেন নির্বাচিত হয়ে যেন আমি সবার কল্যাণে কাজ করতে পারি। এখানে নাগরিকদের নানা মৌলিক চাহিদা রয়েছে, তার কিছুই পূরণ করতে পারেননি বর্তমান মেয়র। তাই প্রধানমন্ত্রী সেই অপূর্ণতা ঘোচাতে আমাকে এখানে পাঠিয়েছেন। আমার পূর্বপুরুষও জনতার লোক ছিলেন, আমিও জনতার লোক হতে চাই। নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করব। এর জন্য ভোটের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। জাতীয় পার্টির তাপস আরও বলেন, আমরা কোনো সংগঠনের সঙ্গে সভা করতে গেলে তারা (সংগঠকরা) বলে সরকারি দলের চাপ আছে। আপনাকে ভোট দেবো কিন্তু কোনো কর্মসূচি করতে পারব না। জনগণের মূল্যবান সম্পদ ভোট, সেই ভোট কতকাল জোর করে নেবে? হাতপাখার প্রার্থী ফয়জুল ইশতেহারে বলেন, নির্বাচিত হলে ভেজাল নিয়ন্ত্রণে ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করব। হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি সহনশীল পর্যায়ে আনা হবে। টেকসই ও উন্নত সড়ক, বেড়িবাঁধ নির্মাণসহ ভোলার গ্যাস বরিশালে আনা হবে। গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ, ফ্রি চিকিৎসা সেবা প্রদানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ে শিক্ষা চালু করব। গুচ্ছগ্রামগুলোর বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করে চাঁদাবাজ ও মাদক মুক্ত করা হবে। বেকারত্ব দূরীকরণে শিল্প ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা হবে। নারী নির্যাতন ও যৌতুক প্রথা উচ্ছেদে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলব। পাশাপাশি সিটি করপোরেশনের আওতাধীন প্রতিষ্ঠান থেকে অতীতে অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল করবেন বলে জানান তিনি।
হাতপাখার ইশতেহার ঘোষণা
বরিশাল সিটি নির্বাচন
শিল্পাঞ্চল গড়বেন খোকন * প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তাপসের
বরিশাল ব্যুরো
০৯ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেছেন, নির্বাচিত হলে বরিশালকে শিল্পাঞ্চলে রূপান্তর করব। শ্রমিকবান্ধব নগরীর গড়ার পাশাপাশি ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করে বিনিয়োগ আকৃষ্ট করা হবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর হাটখোলায় এমইপি কারখানা শ্রমিকদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে জানিয়ে লাঙলের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেছেন, এটা কি মগের মুল্লুক। সরকারের বিভিন্ন বিভাগ থেকে আমাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো সামাজিক সংগঠনের কাছে কর্মসূচি করতে গেলে সেই সংগঠনকে নিষেধ করছে। সকালে নগরীর বাকলার মোড়ে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম উন্নয়নের ১৭ দফা ইশতেহার ঘোষণা করেছেন। তিনি নির্বাচিত হলে দুর্নীতি, দুঃশাসন, মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত ও নিরাপদ নগরী গড়বেন। বেলা ১১টায় নগরীর বান্দরোডের একটি রেস্তোরাঁয় এ ইশতেহার ঘোষণা করেন ফয়জুল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন নগরীর কাঠপট্টিতে গণসংযোগ করেছেন।
নৌকার প্রার্থী খোকন আরও বলেন, আমার জন্য দোয়া করবেন নির্বাচিত হয়ে যেন আমি সবার কল্যাণে কাজ করতে পারি। এখানে নাগরিকদের নানা মৌলিক চাহিদা রয়েছে, তার কিছুই পূরণ করতে পারেননি বর্তমান মেয়র। তাই প্রধানমন্ত্রী সেই অপূর্ণতা ঘোচাতে আমাকে এখানে পাঠিয়েছেন। আমার পূর্বপুরুষও জনতার লোক ছিলেন, আমিও জনতার লোক হতে চাই। নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করব। এর জন্য ভোটের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। জাতীয় পার্টির তাপস আরও বলেন, আমরা কোনো সংগঠনের সঙ্গে সভা করতে গেলে তারা (সংগঠকরা) বলে সরকারি দলের চাপ আছে। আপনাকে ভোট দেবো কিন্তু কোনো কর্মসূচি করতে পারব না। জনগণের মূল্যবান সম্পদ ভোট, সেই ভোট কতকাল জোর করে নেবে? হাতপাখার প্রার্থী ফয়জুল ইশতেহারে বলেন, নির্বাচিত হলে ভেজাল নিয়ন্ত্রণে ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করব। হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি সহনশীল পর্যায়ে আনা হবে। টেকসই ও উন্নত সড়ক, বেড়িবাঁধ নির্মাণসহ ভোলার গ্যাস বরিশালে আনা হবে। গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ, ফ্রি চিকিৎসা সেবা প্রদানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ে শিক্ষা চালু করব। গুচ্ছগ্রামগুলোর বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করে চাঁদাবাজ ও মাদক মুক্ত করা হবে। বেকারত্ব দূরীকরণে শিল্প ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা হবে। নারী নির্যাতন ও যৌতুক প্রথা উচ্ছেদে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলব। পাশাপাশি সিটি করপোরেশনের আওতাধীন প্রতিষ্ঠান থেকে অতীতে অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল করবেন বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023