পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় পুড়িয়ে হত্যা

 যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় মো. জাহাঙ্গীর ফকির (৩৮) নামে এক যুবককে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। রাজাধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগে এক ভিডিওতে দেওয়া বক্তব্যে এ ঘটনায় সাকিব নামে এক বখাটেকে দায়ী করেছেন জাহাঙ্গীর। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত সাকিবকে গ্রেফতারের দাবি উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন জাহাঙ্গীরের ছোট ভাই জামাল ফকির। কিন্তু পুলিশ মামলায় চাঁদার বিষয়টি আড়াল করেছে বলে অভিযোগ করেন জামাল। জানা যায়, নিহত জাহাঙ্গীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি গ্রামের জয়নাল ফকিরের ছেলে। তিনি পৌর এলাকার ফায়ার সার্ভিস রোডে শিকদার রেস্টহাউজের ম্যানেজার ছিলেন।

জামাল ফকির জানান, পৌর এলাকার সমতা সড়কের শাহিন গাজীর ছেলে সাকিব গাজী প্রায়ই তার ভাইয়ের কাছে চাঁদা চাইত। সর্বশেষ ২ জুন রেস্টহাউজে এসে চাঁদা দাবি করে সে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাকিব ক্ষুব্ধ হয়ে ফিরে যায়। পরে পেট্রোল নিয়ে এসে জাহাঙ্গীরের গায়ে ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জাহাঙ্গীরের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তিনি মারা যান। মৃত্যুর আগে ভিডিওতে তিনি বলেন, ‘শাহিন গাজীর পোলা সাকিব প্রতিদিন চান্দা চায়, আমি বলি আজ বাড়ি যাব, আমার কাছে কোনো টাকা নাই। এরপর পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরাই দেছে।’ জামাল দাবি করেন, মঙ্গলবার পটুয়াখালী সদর থানায় করা মামলায় এসব অভিযোগ করেন তিনি। কিন্তু পুলিশ মামলায় চাঁদা দাবির ঘটনা বাদ দিয়ে এজাহারে উল্লেখ করে, জাহাঙ্গীরের কাছে রেস্টহাউজ কক্ষের চাবি চেয়েছিল সাকিব। চাবি না দেওয়ায় সাকিব তাকে হত্যা করে। জামাল জানান, তার শুধু স্বাক্ষরজ্ঞান আছে, পুলিশ যা লিখেছে, তাতেই তিনি স্বাক্ষর করে দিয়েছেন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগকারী যেভাবে বলেছেন, সেভাবেই মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তে যা পাওয়া যাবে, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

শিকদার রেস্টহাউজের মালিক মাসুম শিকদার বলেন, সাকিব বিভিন্ন সময় জাহাঙ্গীরের কাছ থেকে চাঁদা নিত। এ ঘটনায় সাকিবের বিচার দাবি করেন তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন