যা বললেন খুলনার মেয়র প্রার্থী
ভোটাররা কেন্দ্রে গেলে আমি জয়ী হব : আউয়াল
বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ভোটারদের মধ্যে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে এখনও শঙ্কা রয়েছে। মানুষ ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে না। এই অবস্থার পরিবর্তনের জন্য সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে। তা না হলে ভোটার উপস্থিতি বাড়বে না। তবে ভোটাররা কেন্দ্রে গেলে এবং নির্ভয়ে ভোট দিতে পারলে আমি জয়ী হবো। শনিবার বড় বাজার এলাকায় যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নির্বাচনের পরিবেশ কেমন, এ প্রশ্নের জবাবে মাওলানা আব্দুল আউয়াল বলেন, পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনের পরিবেশ সংরক্ষণের স্বার্থে সেগুলোকে সামনে আনতে চাই না। তবে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা মনে করছি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো হস্তক্ষেপ করেনি। নির্বাচন কমিশনও প্রভাবমুক্তভাবে কাজ করছে। ভোটাররা ভোট কেন্দ্রে এলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেই তিনি মনে করেন।
২০১৮ সালে এ সিটিতে ভোটের অভিজ্ঞতা বলছে, ভোটের দিন ভোটকেন্দ্রে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা হয়েছিল। এবারও যদি সেই পরিবেশ আসে তাহলে বুঝতে হবে সরকার ভিন্ন উদ্দেশ্য নিয়ে ভোটের আগে এই পরিবেশ তৈরি করেছে। আমরা চাই এখনকার পরিবেশ যেন ভোট শেষ হওয়া পর্যন্ত থাকে। মানুষ কেন হাতপাখায় ভোট দেবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ বর্তমান দুঃশাসন, অন্যায়-জুলুম নির্যাতনের প্রতিবাদ জানাতে ভোট দেবে। আমরা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। দুর্নীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য কাজ করছি। এই মেসেজ জনগণ বিগত সময় ধরে উপলব্ধি করছে। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা বিজয়ী হয়েছে। সেখানকার অনিয়ম, মানুষের হয়রানি ও নির্যাতন বন্ধ হয়েছে। এই কারণে মানুষ হাতপাখাকে ভোট দেবে।
নির্বাচনের ফলাফলের বিষয়ে তিনি বলেন, প্রচার প্রচারণা চালানো আর ভোট দিনের পরিবেশ এক নয়। মানুষের আস্থা যদি ফেরে, মানুষ যদি ভোট কেন্দ্রে আসে তাহলে হাতপাখা বিজয়ী হবে।
ভোটাররা কেন্দ্রে গেলে আমি জয়ী হব : আউয়াল
যা বললেন খুলনার মেয়র প্রার্থী
খুলনা ব্যুরো
১১ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ভোটারদের মধ্যে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে এখনও শঙ্কা রয়েছে। মানুষ ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে না। এই অবস্থার পরিবর্তনের জন্য সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে। তা না হলে ভোটার উপস্থিতি বাড়বে না। তবে ভোটাররা কেন্দ্রে গেলে এবং নির্ভয়ে ভোট দিতে পারলে আমি জয়ী হবো। শনিবার বড় বাজার এলাকায় যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নির্বাচনের পরিবেশ কেমন, এ প্রশ্নের জবাবে মাওলানা আব্দুল আউয়াল বলেন, পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনের পরিবেশ সংরক্ষণের স্বার্থে সেগুলোকে সামনে আনতে চাই না। তবে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা মনে করছি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো হস্তক্ষেপ করেনি। নির্বাচন কমিশনও প্রভাবমুক্তভাবে কাজ করছে। ভোটাররা ভোট কেন্দ্রে এলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেই তিনি মনে করেন।
২০১৮ সালে এ সিটিতে ভোটের অভিজ্ঞতা বলছে, ভোটের দিন ভোটকেন্দ্রে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা হয়েছিল। এবারও যদি সেই পরিবেশ আসে তাহলে বুঝতে হবে সরকার ভিন্ন উদ্দেশ্য নিয়ে ভোটের আগে এই পরিবেশ তৈরি করেছে। আমরা চাই এখনকার পরিবেশ যেন ভোট শেষ হওয়া পর্যন্ত থাকে। মানুষ কেন হাতপাখায় ভোট দেবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ বর্তমান দুঃশাসন, অন্যায়-জুলুম নির্যাতনের প্রতিবাদ জানাতে ভোট দেবে। আমরা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। দুর্নীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য কাজ করছি। এই মেসেজ জনগণ বিগত সময় ধরে উপলব্ধি করছে। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা বিজয়ী হয়েছে। সেখানকার অনিয়ম, মানুষের হয়রানি ও নির্যাতন বন্ধ হয়েছে। এই কারণে মানুষ হাতপাখাকে ভোট দেবে।
নির্বাচনের ফলাফলের বিষয়ে তিনি বলেন, প্রচার প্রচারণা চালানো আর ভোট দিনের পরিবেশ এক নয়। মানুষের আস্থা যদি ফেরে, মানুষ যদি ভোট কেন্দ্রে আসে তাহলে হাতপাখা বিজয়ী হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023