পর্যটকদের জন্য ছাদখোলা বাস
চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো পর্যটকদের জন্য ছাদখোলাসহ দুটি বাস উদ্বোধন করা হয়েছে। নগরীর টাইগারপাস থেকে প্রধান পর্যটন স্পট পতেঙ্গা সমুদ্রসৈকত ও ফৌজদারহাটে নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চলবে এসব বাস। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহণ করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী ও সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় প্রমুখ।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রতিদিন বিকাল ৩টা ও ৪টায় টাইগার পাস থেকে ডিসিপার্ক হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতের পথে যাত্রা করবে পর্যটক বাস। সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় শহরে ফিরবে বাস দুটি। তবে ছুটির দিনগুলোতে বিকালের পাশাপাশি সকালেও চলাচল করবে এই দুই বাস। প্রতি শুক্রবার সকাল ৯টায় টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে যাত্রা করে দুপুর ১২টায় একই বাসে ফেরা যাবে শহরে। অন্যদিকে শনিবার সকাল সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় দুবার টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতের উদ্দেশে যাত্রা করবে পর্যটক বাস। বাস দুটো পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে টাইগারপাসের উদ্দেশে ফিরতি যাত্রা করবে দুপুর ১২টা ও ১টায়।
পর্যটকদের জন্য ছাদখোলা বাস
চট্টগ্রাম ব্যুরো
১১ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো পর্যটকদের জন্য ছাদখোলাসহ দুটি বাস উদ্বোধন করা হয়েছে। নগরীর টাইগারপাস থেকে প্রধান পর্যটন স্পট পতেঙ্গা সমুদ্রসৈকত ও ফৌজদারহাটে নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চলবে এসব বাস। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহণ করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী ও সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় প্রমুখ।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রতিদিন বিকাল ৩টা ও ৪টায় টাইগার পাস থেকে ডিসিপার্ক হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতের পথে যাত্রা করবে পর্যটক বাস। সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় শহরে ফিরবে বাস দুটি। তবে ছুটির দিনগুলোতে বিকালের পাশাপাশি সকালেও চলাচল করবে এই দুই বাস। প্রতি শুক্রবার সকাল ৯টায় টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে যাত্রা করে দুপুর ১২টায় একই বাসে ফেরা যাবে শহরে। অন্যদিকে শনিবার সকাল সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় দুবার টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতের উদ্দেশে যাত্রা করবে পর্যটক বাস। বাস দুটো পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে টাইগারপাসের উদ্দেশে ফিরতি যাত্রা করবে দুপুর ১২টা ও ১টায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023