নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম সভা কাল
নির্বাচনের আগে নেতাদের মুক্তি চায় হেফাজত
হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর নেতাকর্মীদের চাপে শীর্ষ নেতারা অনেকটা নড়েচড়ে বসেছেন। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মামলায় জর্জড়িত নেতাদের মামলা থেকে অব্যাহতি এবং কারাবন্দিদের মুক্তির বিষয়ে তারা একটা সুরাহা চান। যদিও বিষয়টি তারা এখনো প্রকাশ্যে নিয়ে আসেননি।
ইতোমধ্যে এ বিষয়ে নানা পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত পাওয়া গেলেও সংগঠনটির শীর্ষ নেতারা কালকের সভার আগে এ ব্যাপারে মুখ খুলতে রাজি নন। তবে তারা কৌশলী হয়ে বলছেন, এখনই কঠোর কর্মসূচি দিয়ে সরকারের মুখোমুখি হতে চায় না হেফাজত। নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা ও কারাবন্দিদের মুক্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য শেষবারের মতো সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে চায় হেফাজত। এতে আলোচনা ফলপ্রসূ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়টি বিবেচনার চাপ রয়েছে তৃণমূল নেতাকর্মীদের। তবে হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে কর্মসূচি নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার বিষয়ে ভিন্নমত রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
হেফাজতে ইসলামের আমিরের পরিচালিত মাদ্রাসায় কাল নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম পরিচিতি সভা ডাকা হয়েছে। ওইদিন সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। ওই পরিচিতি সভায় হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করবেন বলে তিনি জানান।
সদ্য কারামুক্তি পাওয়া এবং হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, সংগঠনের অনেক নেতাকর্মী জেলে রয়েছেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা প্রত্যাহার ও নেতাকর্মীর মুক্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এটা না হলে হেফাজত কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। তবে কর্মসূচি দেওয়ার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস বলেন, নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নানা বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মামলা থেকে অব্যাহতি ও কারামুক্ত করতে ঘোষিত কর্মসূচিতে দেশের ইসলামি রাজনৈতিক দলের নেতাকর্মীদের যুক্ত করা হবে। অদৃশ্য কারণে ২০২০ সালে বিলুপ্ত কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে এ বছরের ৩১ আগস্ট হেফাজতে ইসলামের ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদসহ ২০২ সদস্যের নাম প্রকাশ করে আরও ৯ জনের অন্তর্ভুক্তি সুযোগ রেখে ২১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচনের আগে নেতাদের মুক্তি চায় হেফাজত
নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম সভা কাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর নেতাকর্মীদের চাপে শীর্ষ নেতারা অনেকটা নড়েচড়ে বসেছেন। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মামলায় জর্জড়িত নেতাদের মামলা থেকে অব্যাহতি এবং কারাবন্দিদের মুক্তির বিষয়ে তারা একটা সুরাহা চান। যদিও বিষয়টি তারা এখনো প্রকাশ্যে নিয়ে আসেননি।
ইতোমধ্যে এ বিষয়ে নানা পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত পাওয়া গেলেও সংগঠনটির শীর্ষ নেতারা কালকের সভার আগে এ ব্যাপারে মুখ খুলতে রাজি নন। তবে তারা কৌশলী হয়ে বলছেন, এখনই কঠোর কর্মসূচি দিয়ে সরকারের মুখোমুখি হতে চায় না হেফাজত। নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা ও কারাবন্দিদের মুক্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য শেষবারের মতো সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে চায় হেফাজত। এতে আলোচনা ফলপ্রসূ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়টি বিবেচনার চাপ রয়েছে তৃণমূল নেতাকর্মীদের। তবে হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে কর্মসূচি নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার বিষয়ে ভিন্নমত রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
হেফাজতে ইসলামের আমিরের পরিচালিত মাদ্রাসায় কাল নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম পরিচিতি সভা ডাকা হয়েছে। ওইদিন সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। ওই পরিচিতি সভায় হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করবেন বলে তিনি জানান।
সদ্য কারামুক্তি পাওয়া এবং হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, সংগঠনের অনেক নেতাকর্মী জেলে রয়েছেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা প্রত্যাহার ও নেতাকর্মীর মুক্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এটা না হলে হেফাজত কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। তবে কর্মসূচি দেওয়ার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস বলেন, নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নানা বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মামলা থেকে অব্যাহতি ও কারামুক্ত করতে ঘোষিত কর্মসূচিতে দেশের ইসলামি রাজনৈতিক দলের নেতাকর্মীদের যুক্ত করা হবে। অদৃশ্য কারণে ২০২০ সালে বিলুপ্ত কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে এ বছরের ৩১ আগস্ট হেফাজতে ইসলামের ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদসহ ২০২ সদস্যের নাম প্রকাশ করে আরও ৯ জনের অন্তর্ভুক্তি সুযোগ রেখে ২১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023