হারিয়ে যাওয়া বিমান অ্যালবাট্রস
প্রকাশ : ১৭ জুন ২০১৯, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
একদিন প্রতিদিন ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুদ্ধক্ষেত্রের কিছু এরিয়াল ছবি তুলতে বিমান নিয়ে রওনা হয়েছিলেন একেল নামের এক আলোকচিত্রী। আকাশপথে ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবিও তুললেন তিনি।
কিন্তু মেক্সিকোর পুয়ের্তো এসকনদিদোর কাছাকাছি আসতেই হঠাৎ শুরু হওয়া এক ঝড়ের মধ্যে পড়ে বিমানটি। আলোকচিত্রী বিমান রক্ষা করবেন নাকি নিজেকে রক্ষা করবেন এই ভাবতে ভাবতে প্যারাগ্লাইড করে বিমান থেকে লাফ দিয়ে নেমে যান।
এতে অবশ্য পায়ের গোড়ালিতে তিনি চোট পান। এরপর আর তিনি বিমানটির কোনো খোঁজ পাননি। কিন্তু ঘটনার চার বছর পর ২০০৬ সালে অনলাইনে আরেক ফটোগ্রাফারের তোলা ছবি দেখে একেল নিজের বিমানটি চিনতে পারেন।
এরপর সেই বিমানের কাছে গিয়ে তিনি দেখতে পান বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি, ইঞ্জিন প্রায় ভালোই আছে।