ভালো কিছু একটু দেরিতেই আসে
jugantor
পাঁচমিশালি
ভালো কিছু একটু দেরিতেই আসে

  যুগান্তর ডেস্ক  

১৮ মার্চ ২০২০, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

* হেনরি ফোর্ড

তারাই পান যারা ধৈর্য ধরতে জানেন আর তারাই হারান যারা অধৈর্য হয়ে পড়েন।

* ওয়েন গ্রিটজকি

এই ব্যক্তিকে ‘খাটো মানুষ’ নামে কথা শুনতে হয়েছিল। অথচ আপন লক্ষ্য পূরণে অবিচল এই ব্যক্তির নাম রয়েছে খ্যাতনামা হকি খেলোয়াড়দের তালিকার শীর্ষে।

* মাইকেল জর্ডান

‘বেঁটে, নির্বোধ’ এমনই অনেক কথা শুনতে হয়েছে এই ব্যক্তির, তবু লক্ষ্য পূরণ করে ইতিহাসে তার নাম আজ সর্বপ্রথমে একজন কিংবদন্তি বাস্কেট বল খেলোয়াড় হিসেবে।

* বিটহভেন

তার গানের মাস্টার তাকে বলেছিলেন ‘একজন বেসুরো নির্বোধ গায়ক’। অথচ ইতিহাসে এখন একজন নামিদামি গীতিকার সুরকার হিসেবে তার স্থান অনেক উঁচুতে।

* রিচার্ড ব্যাচ

‘বাজে লেখা’ বলে প্রকাশকরা তার লেখা ছুড়ে ফেলেছিলেন। অখ্যাত এক প্রকাশক তার লেখা ছাপান, যার বিক্রি সেই সময়ে পৃথিবীর ইতিহাসে রেকর্ড করে। প্রায় ৭ মিলিয়ন কপি বিক্রি হয়।

এভাবে অনেক সফল ব্যক্তির নাম বলা যাবে, যাদের শুরুটা ছিল আপনার মতোই আর শুরুর ফলটা ছিল আপনার ধারণার বাইরে। সুতরাং থাকুন সফলতার দিকে, ধরুন ধৈর্য। সফল আপনি হবেনই। কথায় আছে- ভালো কিছু একটু দেরি করেই আসে।

পাঁচমিশালি

ভালো কিছু একটু দেরিতেই আসে

 যুগান্তর ডেস্ক 
১৮ মার্চ ২০২০, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

* হেনরি ফোর্ড

তারাই পান যারা ধৈর্য ধরতে জানেন আর তারাই হারান যারা অধৈর্য হয়ে পড়েন।

* ওয়েন গ্রিটজকি

এই ব্যক্তিকে ‘খাটো মানুষ’ নামে কথা শুনতে হয়েছিল। অথচ আপন লক্ষ্য পূরণে অবিচল এই ব্যক্তির নাম রয়েছে খ্যাতনামা হকি খেলোয়াড়দের তালিকার শীর্ষে।

* মাইকেল জর্ডান

‘বেঁটে, নির্বোধ’ এমনই অনেক কথা শুনতে হয়েছে এই ব্যক্তির, তবু লক্ষ্য পূরণ করে ইতিহাসে তার নাম আজ সর্বপ্রথমে একজন কিংবদন্তি বাস্কেট বল খেলোয়াড় হিসেবে।

* বিটহভেন

তার গানের মাস্টার তাকে বলেছিলেন ‘একজন বেসুরো নির্বোধ গায়ক’। অথচ ইতিহাসে এখন একজন নামিদামি গীতিকার সুরকার হিসেবে তার স্থান অনেক উঁচুতে।

* রিচার্ড ব্যাচ

‘বাজে লেখা’ বলে প্রকাশকরা তার লেখা ছুড়ে ফেলেছিলেন। অখ্যাত এক প্রকাশক তার লেখা ছাপান, যার বিক্রি সেই সময়ে পৃথিবীর ইতিহাসে রেকর্ড করে। প্রায় ৭ মিলিয়ন কপি বিক্রি হয়।

এভাবে অনেক সফল ব্যক্তির নাম বলা যাবে, যাদের শুরুটা ছিল আপনার মতোই আর শুরুর ফলটা ছিল আপনার ধারণার বাইরে। সুতরাং থাকুন সফলতার দিকে, ধরুন ধৈর্য। সফল আপনি হবেনই। কথায় আছে- ভালো কিছু একটু দেরি করেই আসে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন