সাফল্য
জীবনে সফলতার ৭ মন্ত্র
* স্বপ্ন পূরণ : স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণে কাজ করেন কজন? নিজেকে তাই কোন দলে ফেলবেন? স্বপ্ন-বিলাসী নাকি সফল ব্যক্তিত্ব?
* আমার জীবন : আরে, এটা তো আমার জীবন! আর আমার জীবন কি আমি সুন্দর করে সাজাব না? কী ভাবছেন? সিদ্ধান্ত আপনার! আর উপায়? উত্তর- পরিশ্রম!
* অনুশীলন : জেনে আর শিখে কজন জন্মায়? আপনার সফল হওয়ার উত্তর তো এখানেই- জেনে রাখুন, অনুশীলন মানুষকে যোগ্য করে তোলে।
* বিশ্বাস : মন থেকে বিশ্বাস করতে হবে- আপনি পারবেন। ‘মনে হয় পারব’ থেকেও শক্তিশালী ‘আমি বিশ্বাস করি, আমি পারব’।
* পারবই : আমি পারব- না পারার তো কারণ দেখি না। সত্যিই তো, কোনো কারণ দেখাতে পারবেন না পারার?
* করবই : করব, করেছিলাম, দেখা যাক- অবান্তর এমন সব অতীত, ভবিষ্যৎদ্রষ্টা কথা ত্যাগ করুন। সরাসরি স্পষ্ট ভাষায় বলুন- আমি করছি, সফল হব কিনা সেটা পরের কথা।
* করে দেখাবই : সবাই সফল হয়ে গেছে? আচ্ছা, আপনিও হবেন। কারণ সফল না হওয়া পর্যন্ত তো আপনি থামবেন না। তাই না?
জীবনে সফলতার ৭ মন্ত্র
সাফল্য
২৫ মার্চ ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
* স্বপ্ন পূরণ : স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণে কাজ করেন কজন? নিজেকে তাই কোন দলে ফেলবেন? স্বপ্ন-বিলাসী নাকি সফল ব্যক্তিত্ব?
* আমার জীবন : আরে, এটা তো আমার জীবন! আর আমার জীবন কি আমি সুন্দর করে সাজাব না? কী ভাবছেন? সিদ্ধান্ত আপনার! আর উপায়? উত্তর- পরিশ্রম!
* অনুশীলন : জেনে আর শিখে কজন জন্মায়? আপনার সফল হওয়ার উত্তর তো এখানেই- জেনে রাখুন, অনুশীলন মানুষকে যোগ্য করে তোলে।
* বিশ্বাস : মন থেকে বিশ্বাস করতে হবে- আপনি পারবেন। ‘মনে হয় পারব’ থেকেও শক্তিশালী ‘আমি বিশ্বাস করি, আমি পারব’।
* পারবই : আমি পারব- না পারার তো কারণ দেখি না। সত্যিই তো, কোনো কারণ দেখাতে পারবেন না পারার?
* করবই : করব, করেছিলাম, দেখা যাক- অবান্তর এমন সব অতীত, ভবিষ্যৎদ্রষ্টা কথা ত্যাগ করুন। সরাসরি স্পষ্ট ভাষায় বলুন- আমি করছি, সফল হব কিনা সেটা পরের কথা।
* করে দেখাবই : সবাই সফল হয়ে গেছে? আচ্ছা, আপনিও হবেন। কারণ সফল না হওয়া পর্যন্ত তো আপনি থামবেন না। তাই না?
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023