অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
মিজানুর রহমান, দৌলতখান, ভোলা
১৫ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পানির অপর নাম জীবন হলে জীবনের অপর নাম কী?
- জীবনের অপর নাম মোবারক! মানে আমাদের পাড়ায় যে জীবন থাকে তার পুরো নাম মোবারক হোসেন জীবন।
ঘরের খাবারের চেয়ে বাইরের খাবার বেশি ভালো লাগে কেন?
মো. মাহমুদুল হাসান লাকসাম, কুমিল্লা।
- ভেজাল খেয়ে খেয়ে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে তো তাই!
সদ্য সমাপ্ত আমেরিকার নির্বাচন থেকে আমরা কী শিখলাম বলুন তো?
মৌসুমী ভৌমিক, ইডেন কলেজ, ঢাকা।
- দুঃখিত! আমরা কিছু শিখি না, আমরা বরং শেখাই!
টাকা-পয়সা বেশি
হয়ে গেলে কী করা
উচিত?
তোফাজ্জল হোসেন গনি, শ্যাওড়াপাড়া, ঢাকা।
- বিচ্ছু দফতরে পাঠিয়ে দিন। যা করার
আমরাই করব!
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না- আচ্ছা করিয়া ভাবিলে কী হবে?
মনোয়ার হোসেন ফারুক, বনপাড়া, নাটোর।
- করিয়া ভাবিলে দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে জীবন চলিয়া যাইবে!
বলুন তো, এমন কী জিনিস যেটা পেটের কাজেও লাগে আবার পিঠের কাজেও লাগে?
তাসনিয়া আক্তার জেবা, ভৈরব, কিশোরগঞ্জ।
- আখ। খেলে পেট ভরে। আবার মারামারি লাগলে পিঠেও ব্যবহার করা যায়!
মহা অবান্তর প্রশ্ন
জীবনে টাকা-পয়সা, না মান সম্মান-কোনটি থাকা জরুরি?
ওসমান আফসার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
- টাকা-পয়সা। কারণ টাকা-পয়সা থাকলে মান-সম্মান পাওয়া যায়। কিন্তু মান-সম্মান থাকলে টাকা-পয়সা পাওয়া যায় না!
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দিবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক।
সুতরাং বেশি বেশি প্রশ্ন পাঠান।
জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : [email protected]
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
পানির অপর নাম জীবন হলে জীবনের অপর নাম কী?
- জীবনের অপর নাম মোবারক! মানে আমাদের পাড়ায় যে জীবন থাকে তার পুরো নাম মোবারক হোসেন জীবন।
ঘরের খাবারের চেয়ে বাইরের খাবার বেশি ভালো লাগে কেন?
মো. মাহমুদুল হাসান লাকসাম, কুমিল্লা।
- ভেজাল খেয়ে খেয়ে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে তো তাই!
সদ্য সমাপ্ত আমেরিকার নির্বাচন থেকে আমরা কী শিখলাম বলুন তো?
মৌসুমী ভৌমিক, ইডেন কলেজ, ঢাকা।
- দুঃখিত! আমরা কিছু শিখি না, আমরা বরং শেখাই!
টাকা-পয়সা বেশি
হয়ে গেলে কী করা
উচিত?
তোফাজ্জল হোসেন গনি, শ্যাওড়াপাড়া, ঢাকা।
- বিচ্ছু দফতরে পাঠিয়ে দিন। যা করার
আমরাই করব!
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না- আচ্ছা করিয়া ভাবিলে কী হবে?
মনোয়ার হোসেন ফারুক, বনপাড়া, নাটোর।
- করিয়া ভাবিলে দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে জীবন চলিয়া যাইবে!
বলুন তো, এমন কী জিনিস যেটা পেটের কাজেও লাগে আবার পিঠের কাজেও লাগে?
তাসনিয়া আক্তার জেবা, ভৈরব, কিশোরগঞ্জ।
- আখ। খেলে পেট ভরে। আবার মারামারি লাগলে পিঠেও ব্যবহার করা যায়!
মহা অবান্তর প্রশ্ন
জীবনে টাকা-পয়সা, না মান সম্মান-কোনটি থাকা জরুরি?
ওসমান আফসার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
- টাকা-পয়সা। কারণ টাকা-পয়সা থাকলে মান-সম্মান পাওয়া যায়। কিন্তু মান-সম্মান থাকলে টাকা-পয়সা পাওয়া যায় না!
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দিবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক।
সুতরাং বেশি বেশি প্রশ্ন পাঠান।
জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : [email protected]