লাভ নেই, কোনো লাভ নেই...
চারিদিকে চিৎকার,
‘আগুন, আগুন!’
নারী, শিশু, বুড়ো কন,
‘ভাগুন, ভাগুন!’
‘কে কারে ফালাই ভাই?
কোথায় পালাই?
দোষটা কী আমাদের?
কোনখানে যাই?’
খন্দে পালিয়ে থাকা
ভীরু তস্কর,
বলে কিনা, ওরা নাকি
মহা লস্কর!
মাঠের যুদ্ধে হেরে
আঁধারে জড়ায়,
পুনরায় নাশকতা
আগুন ছড়ায়।
লাভ নেই, লাভ নেই
জারিজুরি ফাঁস,
দেশবাসী জেনে গেছে
পচা ইতিহাস!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রফিকুল হক দাদুভাই এর কুট্টুস
লাভ নেই, কোনো লাভ নেই...
চারিদিকে চিৎকার,
‘আগুন, আগুন!’
নারী, শিশু, বুড়ো কন,
‘ভাগুন, ভাগুন!’
‘কে কারে ফালাই ভাই?
কোথায় পালাই?
দোষটা কী আমাদের?
কোনখানে যাই?’
খন্দে পালিয়ে থাকা
ভীরু তস্কর,
বলে কিনা, ওরা নাকি
মহা লস্কর!
মাঠের যুদ্ধে হেরে
আঁধারে জড়ায়,
পুনরায় নাশকতা
আগুন ছড়ায়।
লাভ নেই, লাভ নেই
জারিজুরি ফাঁস,
দেশবাসী জেনে গেছে
পচা ইতিহাস!