ভ্যালেন্টাইন গিফট!
ভ্যালেন্টাইন ডে’তে উঠতি বয়সের এক রোমিও দামি রেস্টুরেন্টে গেছে কিছু খেতে। রেস্টুরেন্টের এক ওয়েট্রেসকে দেখে রোমিওর মাথা খারাপ অবস্থা। ইশারায় সে কাছে ডাকল সুন্দরী ওয়েট্রেসকে।
সুন্দরী ওয়েট্রেস : বলুন কী খাবেন?
রোমিও : গার্লিক নান, চিকেন মাসালা, একটা কোক আর...
সুন্দরী ওয়েট্রেস : আর?
রোমিও : এমন কিছু, যা শুধুই তোমার অথচ কাউকে খেতে দাওনি কখনো।
সুন্দরী ওয়েট্রেস অর্ডার নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর গার্লিক নান, চিকেন মাসালা আর কোকের গ্লাস রোমিওর টেবিলে নামিয়ে রেখে মিষ্টি হাসি উপহার দিলো ওয়েট্রেস। রোমিও বিগলিত গলায় ফিসফিসিয়ে উঠল, ‘কী ব্যাপার, অর্ডারে আরেকটা জিনিস ছিল না? ওটা কই?’
সুন্দরী ওয়েট্রেস এদিক-ওদিক তাকিয়ে মাথা চুলকাতে শুরু করল। রোমিও আবেগে উত্তেজিত হয়ে বলে উঠল, ‘একদম ভেবো না, আমি চারদিকে খেয়াল রাখছি। তুমি দিয়ে দাও।’
সুন্দরী ওয়েট্রেস চুল থেকে কী একটা যেন দু আঙুলে চেপে ধরে রোমিওর হাতের মুঠিতে দিয়েই সরে পড়ল।
গা শিরশির করা অনুভূতি নিয়ে রোমিও হাতের মুঠো খুলে দেখল, একটি উকুন হেঁটে যাচ্ছে হাতের তালুতে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভ্যালেন্টাইন গিফট!
ভ্যালেন্টাইন ডে’তে উঠতি বয়সের এক রোমিও দামি রেস্টুরেন্টে গেছে কিছু খেতে। রেস্টুরেন্টের এক ওয়েট্রেসকে দেখে রোমিওর মাথা খারাপ অবস্থা। ইশারায় সে কাছে ডাকল সুন্দরী ওয়েট্রেসকে।
সুন্দরী ওয়েট্রেস : বলুন কী খাবেন?
রোমিও : গার্লিক নান, চিকেন মাসালা, একটা কোক আর...
সুন্দরী ওয়েট্রেস : আর?
রোমিও : এমন কিছু, যা শুধুই তোমার অথচ কাউকে খেতে দাওনি কখনো।
সুন্দরী ওয়েট্রেস অর্ডার নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর গার্লিক নান, চিকেন মাসালা আর কোকের গ্লাস রোমিওর টেবিলে নামিয়ে রেখে মিষ্টি হাসি উপহার দিলো ওয়েট্রেস। রোমিও বিগলিত গলায় ফিসফিসিয়ে উঠল, ‘কী ব্যাপার, অর্ডারে আরেকটা জিনিস ছিল না? ওটা কই?’
সুন্দরী ওয়েট্রেস এদিক-ওদিক তাকিয়ে মাথা চুলকাতে শুরু করল। রোমিও আবেগে উত্তেজিত হয়ে বলে উঠল, ‘একদম ভেবো না, আমি চারদিকে খেয়াল রাখছি। তুমি দিয়ে দাও।’
সুন্দরী ওয়েট্রেস চুল থেকে কী একটা যেন দু আঙুলে চেপে ধরে রোমিওর হাতের মুঠিতে দিয়েই সরে পড়ল।
গা শিরশির করা অনুভূতি নিয়ে রোমিও হাতের মুঠো খুলে দেখল, একটি উকুন হেঁটে যাচ্ছে হাতের তালুতে।