অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
জল পড়ে পাতা নড়ে। বিচ্ছু সম্পাদকের কার কথা মনে পড়ে?
জমাতুল ইসলাম পরাগ
নগুয়া, কিশোরগঞ্জ।
- পাওনাদারের কথা!
কবে যে টাকা নিতে
হাজির হয়!
সত্যি বলুন তো ভাই, ভাবিও কি আপনাকে বাবু বলেই ডাকে?
শিপন আহমেদ হিমেল, জগন্নাথকান্দি, কুমিল্লা।
- বিয়ের আগে ডাকত।
এখন অবশ্য ‘বাবুর বাপ’
বলে ডাকে!
বর্ষার আগমনে বৃষ্টি হয় নাকি বৃষ্টি হলে বর্ষাকালের সূত্রপাত হয়?
শাহ্ পরান
মধুপুর, টাংগাইল।
- এসব কিছুই না। কেবল গ্রীষ্মকাল বিদায় নিলেই বৃষ্টি এবং বর্ষা আসে।
আমজনতা আর কাঁঠালজনতার মধ্যে পার্থক্য কী বলুন তো?
সৈয়দ আশরাফুল ইসলাম
খিলগাঁও, ঢাকা।
- বিশেষ কোনো পার্থক্য
নেই! দুটোই আসলে পাওয়ারলেস!
ভাই, আমি আমার বুদ্ধি হারিয়ে ফেলেছি! এখন আমি কী করব?
আহমেদ সোহেল
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
- কী আর করবেন! কোনো পত্রিকায় বুদ্ধি ‘সন্ধান চাই’
বিজ্ঞাপন দিন!
মহা অবান্তর প্রশ্ন
স্কুল-কলেজ খুলছে, কিন্তু আমি কোন ক্লাসে
পড়ি সেটাই ভুলে গেছি! কী করি এখন?
আশীষ শীল শ্রাবণ, হাটহাজারী, চট্টগ্রাাম।
- আবার নতুন করে ক্লাস ওয়ানে ভর্তি হন। আপনার স্মৃতিশক্তির অবস্থা ভালো না! নতুন করে সব শিখতে হবে।
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দেবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক। সুতরাং প্রশ্ন পাঠান এবং জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায় : বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
জল পড়ে পাতা নড়ে। বিচ্ছু সম্পাদকের কার কথা মনে পড়ে?
জমাতুল ইসলাম পরাগ
নগুয়া, কিশোরগঞ্জ।
- পাওনাদারের কথা!
কবে যে টাকা নিতে
হাজির হয়!
সত্যি বলুন তো ভাই, ভাবিও কি আপনাকে বাবু বলেই ডাকে?
শিপন আহমেদ হিমেল, জগন্নাথকান্দি, কুমিল্লা।
- বিয়ের আগে ডাকত।
এখন অবশ্য ‘বাবুর বাপ’
বলে ডাকে!
বর্ষার আগমনে বৃষ্টি হয় নাকি বৃষ্টি হলে বর্ষাকালের সূত্রপাত হয়?
শাহ্ পরান
মধুপুর, টাংগাইল।
- এসব কিছুই না। কেবল গ্রীষ্মকাল বিদায় নিলেই বৃষ্টি এবং বর্ষা আসে।
আমজনতা আর কাঁঠালজনতার মধ্যে পার্থক্য কী বলুন তো?
সৈয়দ আশরাফুল ইসলাম
খিলগাঁও, ঢাকা।
- বিশেষ কোনো পার্থক্য
নেই! দুটোই আসলে পাওয়ারলেস!
ভাই, আমি আমার বুদ্ধি হারিয়ে ফেলেছি! এখন আমি কী করব?
আহমেদ সোহেল
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
- কী আর করবেন! কোনো পত্রিকায় বুদ্ধি ‘সন্ধান চাই’
বিজ্ঞাপন দিন!
মহা অবান্তর প্রশ্ন
স্কুল-কলেজ খুলছে, কিন্তু আমি কোন ক্লাসে
পড়ি সেটাই ভুলে গেছি! কী করি এখন?
আশীষ শীল শ্রাবণ, হাটহাজারী, চট্টগ্রাাম।
- আবার নতুন করে ক্লাস ওয়ানে ভর্তি হন। আপনার স্মৃতিশক্তির অবস্থা ভালো না! নতুন করে সব শিখতে হবে।
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দেবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক। সুতরাং প্রশ্ন পাঠান এবং জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায় : বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com