যে কারণে কবিদেরই বিয়ে করবেন
পাঠক বাড়ি রসের হাড়ি
এম. এম. মিশকাতুল মাবুদ মীম
১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
* আপনি কি কখনো চাঁদের জ্যোৎস্না খেয়ে দেখেছেন? জানেন, বায়ু খেতে কেমন? খেতে চান বাতাসের চাপের সঙ্গে জ্যোৎস্নার তরকারি? তবে দেরি না করে বিয়ে করে ফেলুন একজন কবিকে। কারণ জনশ্রুতি আছে, কবিদের প্রধান খাদ্য নির্মল জ্যোৎস্না আর কদম-ফুলের গন্ধ-যুক্ত বাতাস।
* আপনি কি অমর হতে চান? কবি কর্পূরের মতো উড়ে যাবে, পাট-কাঠির মতো ছাই হবে, বিনাশ হবে, মরে যাবে, মাটির তলায় পচে যাবে; কিন্তু আপনাকে নিয়ে লেখা কবিতাগুলো পড়ে থাকবে মস্ত কাগজের স্তূপাকারে, কবিতায় আপনি বেঁচে থাকবেন অনন্তকাল। লাভ করবেন অমরত্ব। অমরত্ব লাভ করার জন্য হলেও একজন কবিকে বিয়ে করে ফেলুন।
* আপনি কি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেওয়ার সময় ক্যাপশন খুঁজে পান না? কবিদের বিয়ে করুন। গুণীজন কহেন, ডিজিটাল যুগে কবিরাই সর্বোৎকৃষ্ট ক্যাপশন শ্রমিক!
* আপনি কি আপনার বাড়ির দেয়াল রং করানোর লোক খুঁজছেন? তবে আপনার অবগতির জন্য জানাচ্ছি, কবিরা কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে পাবলিক টয়লেটের দেয়ালে পর্যন্ত গ্রাফিতি করে অভ্যস্ত। তাই মনের দেয়াল কিংবা বাড়ির দেয়াল-যে কোনো দেয়াল রাঙাতে চোখ-বন্ধ করে কবিদের বিয়ে করে ফেলুন।
* আপনার কি স্নায়ু দুর্বল হয়ে যাচ্ছে? নাকে কোনো ঘ্রাণ পান না? তাহলে আপনার উচিত একজন কবিকে বিয়ে করা। কারণ দীর্ঘদিন স্নান না করার ফলে সৃষ্ট ঘামের তীব্র গন্ধ আপনার নাক চাইলেও উপেক্ষা করতে পারবে না।
* আপনার কি প্রচণ্ড চড়, থাপ্পড়, কিল, ঘুষি দিতে ইচ্ছে করছে? দেয়ার মতো লোক পাচ্ছেন না? তাহলে নির্দ্বিধায় একজন কবিকে বিয়ে করে ফেলুন। কারণ কবিরা শারীরিক অনুভূতি-শূন্য হয়! আপনি যতই হাতের রাগ ঝাড়ুন; তার তা অনুভূত হবে না।
* সর্বোপরি, আপনি জীবনসঙ্গী হিসাবে একজন আশাবাদী মানুষ খুঁজছেন? হয়তো প্রকাশ হবে না জেনেও রোজ প্রকাশের আশা নিয়ে সম্পাদকের কাছে নতুন নতুন কবিতা পাঠানো কবির মতো আশাবাদী মানুষ দুনিয়াতে আপনি দ্বিতীয়টি খুঁজে পাবেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাঠক বাড়ি রসের হাড়ি
যে কারণে কবিদেরই বিয়ে করবেন
* আপনি কি কখনো চাঁদের জ্যোৎস্না খেয়ে দেখেছেন? জানেন, বায়ু খেতে কেমন? খেতে চান বাতাসের চাপের সঙ্গে জ্যোৎস্নার তরকারি? তবে দেরি না করে বিয়ে করে ফেলুন একজন কবিকে। কারণ জনশ্রুতি আছে, কবিদের প্রধান খাদ্য নির্মল জ্যোৎস্না আর কদম-ফুলের গন্ধ-যুক্ত বাতাস।
* আপনি কি অমর হতে চান? কবি কর্পূরের মতো উড়ে যাবে, পাট-কাঠির মতো ছাই হবে, বিনাশ হবে, মরে যাবে, মাটির তলায় পচে যাবে; কিন্তু আপনাকে নিয়ে লেখা কবিতাগুলো পড়ে থাকবে মস্ত কাগজের স্তূপাকারে, কবিতায় আপনি বেঁচে থাকবেন অনন্তকাল। লাভ করবেন অমরত্ব। অমরত্ব লাভ করার জন্য হলেও একজন কবিকে বিয়ে করে ফেলুন।
* আপনি কি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেওয়ার সময় ক্যাপশন খুঁজে পান না? কবিদের বিয়ে করুন। গুণীজন কহেন, ডিজিটাল যুগে কবিরাই সর্বোৎকৃষ্ট ক্যাপশন শ্রমিক!
* আপনি কি আপনার বাড়ির দেয়াল রং করানোর লোক খুঁজছেন? তবে আপনার অবগতির জন্য জানাচ্ছি, কবিরা কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে পাবলিক টয়লেটের দেয়ালে পর্যন্ত গ্রাফিতি করে অভ্যস্ত। তাই মনের দেয়াল কিংবা বাড়ির দেয়াল-যে কোনো দেয়াল রাঙাতে চোখ-বন্ধ করে কবিদের বিয়ে করে ফেলুন।
* আপনার কি স্নায়ু দুর্বল হয়ে যাচ্ছে? নাকে কোনো ঘ্রাণ পান না? তাহলে আপনার উচিত একজন কবিকে বিয়ে করা। কারণ দীর্ঘদিন স্নান না করার ফলে সৃষ্ট ঘামের তীব্র গন্ধ আপনার নাক চাইলেও উপেক্ষা করতে পারবে না।
* আপনার কি প্রচণ্ড চড়, থাপ্পড়, কিল, ঘুষি দিতে ইচ্ছে করছে? দেয়ার মতো লোক পাচ্ছেন না? তাহলে নির্দ্বিধায় একজন কবিকে বিয়ে করে ফেলুন। কারণ কবিরা শারীরিক অনুভূতি-শূন্য হয়! আপনি যতই হাতের রাগ ঝাড়ুন; তার তা অনুভূত হবে না।
* সর্বোপরি, আপনি জীবনসঙ্গী হিসাবে একজন আশাবাদী মানুষ খুঁজছেন? হয়তো প্রকাশ হবে না জেনেও রোজ প্রকাশের আশা নিয়ে সম্পাদকের কাছে নতুন নতুন কবিতা পাঠানো কবির মতো আশাবাদী মানুষ দুনিয়াতে আপনি দ্বিতীয়টি খুঁজে পাবেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়।