রাজনীতির একটি উদাহরণ
আমেরিকার এক বাবা ছেলেকে বললেন, ‘আমি তোমার বিয়ে দিতে চাই।’
ছেলে : না, বাবা। আমি এখন বিয়ে করতে চাই না।
বাবা : তা বললে তো হবে না। বয়স হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছি।
ছেলে : পছন্দ করেছ মানে?
বাবা : হ্যাঁ। আমি চাই, আমার পছন্দের মেয়েকে তুমি বিয়ে করবে।
ছেলে : না। তা পারব না। তা ছাড়া এখন তো বিয়ের প্রশ্নই ওঠে না। যখন করব নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করব।
বাবা : আমার পছন্দের মেয়েটা কিন্তু যা-তা নয়। বিল গেটসের মেয়ে।
ছেলে কিছুক্ষণ ভাবল। তারপর বলল, ‘আচ্ছা, ঠিক আছে। আমি বিয়েতে রাজি।’
পরদিন বাবা ফোন করলেন বিল গেটসকে। বললেন, ‘আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই।’
বিল গেটস : না, না। যার-তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারি না।
বাবা : তা দেবেন কেন? আমার ছেলে যা-তা নয়। বিশ্ব ব্যাংকের সিইও।
বিল গেটস : ঠিক আছে, আমি রাজি।
বাবা ফোন করলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে। বললেন, ‘আমার ছেলেকে আপনার ব্যাংকের সিইও করে নিন।’
প্রেসিডেন্ট : না, তা করা যাবে না। আপনার কি মাথা খারাপ?
বাবা : না, মাথা খারাপ নয়। আমার ছেলে বিল গেটসের জামাই।
প্রেসিডেন্ট : ও আচ্ছা। ঠিক আছে, আমি তাকে সিইও বানাতে রাজি!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভিনদেশি রসিকতা
রাজনীতির একটি উদাহরণ
আমেরিকার এক বাবা ছেলেকে বললেন, ‘আমি তোমার বিয়ে দিতে চাই।’
ছেলে : না, বাবা। আমি এখন বিয়ে করতে চাই না।
বাবা : তা বললে তো হবে না। বয়স হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছি।
ছেলে : পছন্দ করেছ মানে?
বাবা : হ্যাঁ। আমি চাই, আমার পছন্দের মেয়েকে তুমি বিয়ে করবে।
ছেলে : না। তা পারব না। তা ছাড়া এখন তো বিয়ের প্রশ্নই ওঠে না। যখন করব নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করব।
বাবা : আমার পছন্দের মেয়েটা কিন্তু যা-তা নয়। বিল গেটসের মেয়ে।
ছেলে কিছুক্ষণ ভাবল। তারপর বলল, ‘আচ্ছা, ঠিক আছে। আমি বিয়েতে রাজি।’
পরদিন বাবা ফোন করলেন বিল গেটসকে। বললেন, ‘আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই।’
বিল গেটস : না, না। যার-তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারি না।
বাবা : তা দেবেন কেন? আমার ছেলে যা-তা নয়। বিশ্ব ব্যাংকের সিইও।
বিল গেটস : ঠিক আছে, আমি রাজি।
বাবা ফোন করলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে। বললেন, ‘আমার ছেলেকে আপনার ব্যাংকের সিইও করে নিন।’
প্রেসিডেন্ট : না, তা করা যাবে না। আপনার কি মাথা খারাপ?
বাবা : না, মাথা খারাপ নয়। আমার ছেলে বিল গেটসের জামাই।
প্রেসিডেন্ট : ও আচ্ছা। ঠিক আছে, আমি তাকে সিইও বানাতে রাজি!