অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বাসায় ভাবি নাকি আপনাকে দৌড়ের ওপর রাখে! এর কারণ কী?
শামীম শাহাবুদ্দীন
নান্দাইল, ময়মনসিংহ।
- লোকজনের উলটাপালটা পশ্নের ভালো ভালো উত্তর দিই তো তাই!
বউ জানতে চেয়েছে,
হোটেল আর মোটেলের মধ্য পার্থক্য কী?
মিজানুর রহমান
মেলান্দহ, জামালপুর।
- অপেক্ষা করুন, আমিও বউয়ের কাছে জেনে নিই তারপর বলব!
পৃথিবীর সব ভাষায় গান করতে চাই, কার কাছে গান শিখব বলুন?
সোমা মুৎসুদ্দী
নন্দনকানন, চট্টগ্রাম।
- আগে পৃথিবীর সব ভাষার
গান বুঝতে পারে এমন শ্রোতা বের করুন।
দা দিয়ে কুপিয়েও পানি কেটে দুভাগ করতে পারছি না কেন বলুন তো?
আব্দুস সামাদ আজিজ
বেলাব, নরসিংদী।
- ভাগ হবে না মানে! ইট সিমেন্ট দিয়ে পানির মাঝখানে দেওয়াল তুলে দিন!
মহা অবান্তর প্রশ্ন
আচ্ছা বলুন তো দেখি, লেখকের বউ বা স্ত্রী লেখিকা হয় না কেন?
সুয়াইব মোহাম্মদ নাহিদ
মেলান্দহ, জামালপুর।
- দুজনই লেখক হয়ে গেলে পড়বে কে? লেখকের একজন পাঠক তো অন্তত থাকা চাই!
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন
মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দেবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক। সুতরাং প্রশ্ন পাঠান এবং জ্ঞানের
ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায় : বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বাসায় ভাবি নাকি আপনাকে দৌড়ের ওপর রাখে! এর কারণ কী?
শামীম শাহাবুদ্দীন
নান্দাইল, ময়মনসিংহ।
- লোকজনের উলটাপালটা পশ্নের ভালো ভালো উত্তর দিই তো তাই!
বউ জানতে চেয়েছে,
হোটেল আর মোটেলের মধ্য পার্থক্য কী?
মিজানুর রহমান
মেলান্দহ, জামালপুর।
- অপেক্ষা করুন, আমিও বউয়ের কাছে জেনে নিই তারপর বলব!
পৃথিবীর সব ভাষায় গান করতে চাই, কার কাছে গান শিখব বলুন?
সোমা মুৎসুদ্দী
নন্দনকানন, চট্টগ্রাম।
- আগে পৃথিবীর সব ভাষার
গান বুঝতে পারে এমন শ্রোতা বের করুন।
দা দিয়ে কুপিয়েও পানি কেটে দুভাগ করতে পারছি না কেন বলুন তো?
আব্দুস সামাদ আজিজ
বেলাব, নরসিংদী।
- ভাগ হবে না মানে! ইট সিমেন্ট দিয়ে পানির মাঝখানে দেওয়াল তুলে দিন!
মহা অবান্তর প্রশ্ন
আচ্ছা বলুন তো দেখি, লেখকের বউ বা স্ত্রী লেখিকা হয় না কেন?
সুয়াইব মোহাম্মদ নাহিদ
মেলান্দহ, জামালপুর।
- দুজনই লেখক হয়ে গেলে পড়বে কে? লেখকের একজন পাঠক তো অন্তত থাকা চাই!
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন
মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দেবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক। সুতরাং প্রশ্ন পাঠান এবং জ্ঞানের
ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায় : বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com