লোডশেডিং ক্যাচাল
সিডিউল অনুযায়ী একেক এলাকায় একেক সময় চলছে লোডশেডিং। আর ঠিক সেই সময় কী কী ঘটছে তারই কিছু কাল্পনিক চিত্র তুলে ধরেছেন
সোহানুর রহমান অনন্ত, এঁকেছেন কাওছার মাহমুদ
২৪ জুলাই ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দরজা খোলা পেয়ে লোডশেডিংয়ের অন্ধকারে চুরি করতে ঢুকছ তাই না? রেশমার মা, রশি নিয়ে আসো, চোর ধরছি!
আমি চোর না-তোমার শ্বশুর! দরজা খোলা পেয়ে ঢুকে গেলাম। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না বলে এদিক-সেদিক ঘুরছিলাম।
আপনি বাড়িওয়ালা হয়েও পাশের মহল্লায় বাসা ভাড়া নিতাছেন, ঘটনা কী কাকা?
গরমে লোডশেডিংয়ের সময় ঘরে থাকা যায় না। ভাবলাম পাশের এলাকায় একটা বাসা থাকলে এদিকে লোডশেডিংয়ের সময় ওদিকে আবার ওদিকে শুরু হলে এদিকে এসে থাকব।
টাকা দিয়া এইডা কী প্যান্ট কিনছস! এক পা আছে আরেক পা নাই! বাপের জন্মেও তো এমন প্যান্ট দেখি নাই!
ওহ নো ড্যাড, তুমি এখনো ওল্ড জেনারেশনে পইড়া আছ। এইটা হইলো সিজনাল লোডশেডিং প্যান্ট। এইডা পরলে গরম কম লাগে।
বিয়েতে তুই কী দিছস বন্ধু? আমি তো ভালো ব্র্যান্ডের একটা হারিকেন দিয়ে দিলাম। সময়ের সেরা উপহার।
আমি দিছি মোমবাতির সঙ্গে একটা প্লাস্টিকের হাতপাখা, এটাও এখন সময়ের সেরা উপহার বন্ধু।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লোডশেডিং ক্যাচাল
সিডিউল অনুযায়ী একেক এলাকায় একেক সময় চলছে লোডশেডিং। আর ঠিক সেই সময় কী কী ঘটছে তারই কিছু কাল্পনিক চিত্র তুলে ধরেছেন
দরজা খোলা পেয়ে লোডশেডিংয়ের অন্ধকারে চুরি করতে ঢুকছ তাই না? রেশমার মা, রশি নিয়ে আসো, চোর ধরছি!
আমি চোর না-তোমার শ্বশুর! দরজা খোলা পেয়ে ঢুকে গেলাম। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না বলে এদিক-সেদিক ঘুরছিলাম।
আপনি বাড়িওয়ালা হয়েও পাশের মহল্লায় বাসা ভাড়া নিতাছেন, ঘটনা কী কাকা?
গরমে লোডশেডিংয়ের সময় ঘরে থাকা যায় না। ভাবলাম পাশের এলাকায় একটা বাসা থাকলে এদিকে লোডশেডিংয়ের সময় ওদিকে আবার ওদিকে শুরু হলে এদিকে এসে থাকব।
টাকা দিয়া এইডা কী প্যান্ট কিনছস! এক পা আছে আরেক পা নাই! বাপের জন্মেও তো এমন প্যান্ট দেখি নাই!
ওহ নো ড্যাড, তুমি এখনো ওল্ড জেনারেশনে পইড়া আছ। এইটা হইলো সিজনাল লোডশেডিং প্যান্ট। এইডা পরলে গরম কম লাগে।
বিয়েতে তুই কী দিছস বন্ধু? আমি তো ভালো ব্র্যান্ডের একটা হারিকেন দিয়ে দিলাম। সময়ের সেরা উপহার।
আমি দিছি মোমবাতির সঙ্গে একটা প্লাস্টিকের হাতপাখা, এটাও এখন সময়ের সেরা উপহার বন্ধু।