অনেক স্বাদের লুঙ্গি আমার
লুঙ্গি থেকে লোডশেডিং-সঙ্গে জ্বালানি তেল। সবমিলিয়ে হচ্ছেটা কী চলুন দেখি। লিখেছেন-
ভাইয়েরা সবাই লুঙ্গি পরে বাসে উঠছেন ক্যান! নিশ্চয়ই কোনো কিছুর প্রতিবাদ করতাছেন তাই না? আমিও কিন্তু ফেসবুকে সবকিছু দেখি।
ধুর মিয়া, আসল ঘটনা হইল বাসে প্রায় পকেট থেকে টাকা-মোবাইল চুরি হয়ে যায়। তাই প্যান্টের উপর লুঙ্গি পরছি, যাতে পকেটে কেউ হাত দিতে না পারে।
এমন লোডশেডিংয়ের মাঝেও এত বিল ক্যামতে আইলো! বিল দেইখা তো শরীরে বিদ্যুৎপ্রবাহ শুরু হইয়া গেছে।
এখন যদি বিদ্যুৎ অফিস শুনে ফ্রিতে তোর শরীরে বিদ্যুৎ প্রবাহ শুরু হইছে তাহলে তো তোরে নিয়া টানাটানি লাগব!
আর বইলেন না ভাই, সারারাত ঘুম হয় না, তেলের দাম বাড়ার পর মনে হয় এই বুঝি চোর এসে বাইকের সব তেল নিয়া গেল!
এই জন্যই আমি একটা লোক নিয়োগ দিয়া রাখছি। সে সারারাত বাইক পাহারা দেয়। আর আমি নিশ্চিন্তে ঘুমাই।
দোস্ত, লোডশেডিং হওয়ায় একবারও পিসিতে ফেসবুক ওপেন দিতে পারতাছি না, নিশ্বাস কেমন লগআউট হয়ে যাচ্ছে!
মরার আগে কাগজে মেইল আর পাসওয়ার্ড দিয়া যাইস, একটা স্ট্যাটাস দিয়া জনগণরে তো জানাইতে হইব!
অনেক স্বাদের লুঙ্গি আমার
লুঙ্গি থেকে লোডশেডিং-সঙ্গে জ্বালানি তেল। সবমিলিয়ে হচ্ছেটা কী চলুন দেখি। লিখেছেন-
সোহানুর রহমান অনন্ত, এঁকেছেন কাওছার মাহমুদ
০৭ আগস্ট ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাইয়েরা সবাই লুঙ্গি পরে বাসে উঠছেন ক্যান! নিশ্চয়ই কোনো কিছুর প্রতিবাদ করতাছেন তাই না? আমিও কিন্তু ফেসবুকে সবকিছু দেখি।
ধুর মিয়া, আসল ঘটনা হইল বাসে প্রায় পকেট থেকে টাকা-মোবাইল চুরি হয়ে যায়। তাই প্যান্টের উপর লুঙ্গি পরছি, যাতে পকেটে কেউ হাত দিতে না পারে।
এমন লোডশেডিংয়ের মাঝেও এত বিল ক্যামতে আইলো! বিল দেইখা তো শরীরে বিদ্যুৎপ্রবাহ শুরু হইয়া গেছে।
এখন যদি বিদ্যুৎ অফিস শুনে ফ্রিতে তোর শরীরে বিদ্যুৎ প্রবাহ শুরু হইছে তাহলে তো তোরে নিয়া টানাটানি লাগব!
আর বইলেন না ভাই, সারারাত ঘুম হয় না, তেলের দাম বাড়ার পর মনে হয় এই বুঝি চোর এসে বাইকের সব তেল নিয়া গেল!
এই জন্যই আমি একটা লোক নিয়োগ দিয়া রাখছি। সে সারারাত বাইক পাহারা দেয়। আর আমি নিশ্চিন্তে ঘুমাই।
দোস্ত, লোডশেডিং হওয়ায় একবারও পিসিতে ফেসবুক ওপেন দিতে পারতাছি না, নিশ্বাস কেমন লগআউট হয়ে যাচ্ছে!
মরার আগে কাগজে মেইল আর পাসওয়ার্ড দিয়া যাইস, একটা স্ট্যাটাস দিয়া জনগণরে তো জানাইতে হইব!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023