কথার যত বিড়ম্বনা

 লেখা : কমল আরেফিন, আঁকা : কাওছার মাহমুদ 
১১ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ভাই, আপনি তো এলাকায় ব্যাপক হিট! সবসময় লোকজন শুধু আপনারে নিয়া আলোচনা করে। সবসময় আলোচনায় থাকার রহস্য কী?

রহস্য খুব সিম্পল! কদিন পরপর আমি একটা করে বেফাঁস মন্তব্য করি। আর সবাই আমারে নিয়া আলোচনায় মেতে থাকে!

কী ব্যাপার, এত রাত হয়ে গেল, আজ খাবার দেবে না?

না, আজ খাবার বন্ধ! সকালবেলায় আমার বাবার বাড়ি নিয়ে তুমি কী বলেছো মনে আছে? এটা তার শাস্তি। আজ না খেয়ে থাকো!

শুনলাম তোর নাকি এখন এলাকায় ম্যালা ডিমান্ড! ক্যামনে কী করলি কিছুই তো বুঝতে পারলাম না।

ঠিকই শুনছস। আসলে আমি বেফাঁস মন্তব্য করি তো তাই লোকজন ঝগড়ার সময় আমারে হায়ার কইরা নিয়া যায়। তাই ডিমান্ড বাইড়া গেছে এলাকায়!

তুমি আমার বড় ভাইরে গাধা বললা! এত বড় সাহস তোমার! যাও, তোমার সঙ্গে আজ থেকে আমার ব্রেকআপ!

কী মুশকিল! বেফাঁস মন্তব্য করে তো ফেঁসে গেলাম। এখন দেখছি সামান্য গাধা আমাদের প্রেমের ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন