মাছ মজলিশ
jugantor
রম্য ছড়া
মাছ মজলিশ

  অপূর্ব কুমার পাল  

১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের নদী নালা

খাল বিল আর পুকুর তলাও,

মাছেরা সব সভা করে

শ্যামলা কালো সঙ্গে ধলাও।

পুঁটি মাছে দেয় তাড়া

ভেটকি বলে দারুণ জ্বালা,

মৃগেল করে হুটোপুটি

মাগুর বাজায় ঢোল।

সুরমা’র সে কি রূপের দেমাক

গজার সাজে হেঁই পালোয়ান,

মহাশোল তার রাশভারি চাল

ট্যাংরা লাগায় দোল।

রুই, কাতলা, বাইম, গুতুম

তাদের শুধুই গরম হুকুম,

চিংড়ি মাছে ভাবে বসে

আহা যদি দিল্লি পাড়ি দিতুম।

বোয়াল মাছের ভীষণ গোসা

চিতল, ফনি, চুনা, খলসা,

ঘাঘরা মাগুর দুলকি চালে

জলে লাগায় ধুম।

সবার সেরা তিনি ইলিশ

ধারে ভারে কাটেন বেশ,

সাগর ছেড়ে ফেরেন তিনি

আহা কী তার রূপের রেশ!

আইড় মাছ আড়াল খোঁজে

কই মাছ সে গাছে ওঠে,

আমুদি তার বেজায় আমোদ

শরীর জুড়ায় চৈতালী রোদ।

খাকসি, কাচকি, কাজরী, বাটা

অল্প জলে দেয় ঝাপটা,

বেলে, মোরারী, ভেটকি, ফ্যাসা

ভর্তা পাতুরিতে আহা, খাসা।

করাতি হাঙর, কুমিরের খিল

চাপিলা, পাবদা, ট্যাংরায় মিল।

বিলচুরি আর বাংলা রানি,

তারা যে বড়ই অভিমানী।

বাঘাইড়, বইটকা, ককসা, শোল

নামের মাঝেই দারুণ হট্টগোল,

ভাঙন, বোরালি, ভাদি পুঁটি

সরষে বাটায় পেটের খুঁটি।

বাংলাদেশ সে মাছের রাজা

মাছ মজলিশে সদা তাজা।

রম্য ছড়া

মাছ মজলিশ

 অপূর্ব কুমার পাল 
১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের নদী নালা

খাল বিল আর পুকুর তলাও,

মাছেরা সব সভা করে

শ্যামলা কালো সঙ্গে ধলাও।

পুঁটি মাছে দেয় তাড়া

ভেটকি বলে দারুণ জ্বালা,

মৃগেল করে হুটোপুটি

মাগুর বাজায় ঢোল।

সুরমা’র সে কি রূপের দেমাক

গজার সাজে হেঁই পালোয়ান,

মহাশোল তার রাশভারি চাল

ট্যাংরা লাগায় দোল।

রুই, কাতলা, বাইম, গুতুম

তাদের শুধুই গরম হুকুম,

চিংড়ি মাছে ভাবে বসে

আহা যদি দিল্লি পাড়ি দিতুম।

বোয়াল মাছের ভীষণ গোসা

চিতল, ফনি, চুনা, খলসা,

ঘাঘরা মাগুর দুলকি চালে

জলে লাগায় ধুম।

সবার সেরা তিনি ইলিশ

ধারে ভারে কাটেন বেশ,

সাগর ছেড়ে ফেরেন তিনি

আহা কী তার রূপের রেশ!

আইড় মাছ আড়াল খোঁজে

কই মাছ সে গাছে ওঠে,

আমুদি তার বেজায় আমোদ

শরীর জুড়ায় চৈতালী রোদ।

খাকসি, কাচকি, কাজরী, বাটা

অল্প জলে দেয় ঝাপটা,

বেলে, মোরারী, ভেটকি, ফ্যাসা

ভর্তা পাতুরিতে আহা, খাসা।

করাতি হাঙর, কুমিরের খিল

চাপিলা, পাবদা, ট্যাংরায় মিল।

বিলচুরি আর বাংলা রানি,

তারা যে বড়ই অভিমানী।

বাঘাইড়, বইটকা, ককসা, শোল

নামের মাঝেই দারুণ হট্টগোল,

ভাঙন, বোরালি, ভাদি পুঁটি

সরষে বাটায় পেটের খুঁটি।

বাংলাদেশ সে মাছের রাজা

মাছ মজলিশে সদা তাজা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন