কৌতুক
রাস্তায় হাঁটছিল দুই মাতাল। হঠাৎ বৃষ্টি এলো। এ দেখে প্রথম মাতাল বলল, ‘চল ভাই, কোনো ছাউনির নিচে গিয়ে বসি। আকাশ ফুটো হয়ে গেছে!’
এরমধ্যে আবার বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। সেটা দেখে দ্বিতীয় মাতাল বলল, ‘চিন্তা করিস না, ঝালাই করার লোক চলে এসেছে। ঝালাই শুরু হয়ে গেছে। একটু পর সব ঠিক হয়ে যাবে!’
*
প্রথম বন্ধু : কী রে, তুই নাকি রাতে জুতা পরে ঘুমাস?
দ্বিতীয় বন্ধু : ঠিকই শুনেছিস। কারণ রাতে স্বপ্নে অনেক জায়গায় যেতে হয় তো। কদিন আগে খালি পায়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম! এরপর থেকে রাতে জুতা পরে ঘুমাই।
*
শাশুড়ি : আচ্ছা, বলো তো দেখি বউ মা, রান্না করতে কী কী লাগে?
হবু বউ : অসহ্য লাগে, বিরক্ত লাগে, আর মাঝে মাঝে খুব গরম লাগে!
গ্রন্থনা : রাফিয়া আক্তার
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কৌতুক
রাস্তায় হাঁটছিল দুই মাতাল। হঠাৎ বৃষ্টি এলো। এ দেখে প্রথম মাতাল বলল, ‘চল ভাই, কোনো ছাউনির নিচে গিয়ে বসি। আকাশ ফুটো হয়ে গেছে!’
এরমধ্যে আবার বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। সেটা দেখে দ্বিতীয় মাতাল বলল, ‘চিন্তা করিস না, ঝালাই করার লোক চলে এসেছে। ঝালাই শুরু হয়ে গেছে। একটু পর সব ঠিক হয়ে যাবে!’
*
প্রথম বন্ধু : কী রে, তুই নাকি রাতে জুতা পরে ঘুমাস?
দ্বিতীয় বন্ধু : ঠিকই শুনেছিস। কারণ রাতে স্বপ্নে অনেক জায়গায় যেতে হয় তো। কদিন আগে খালি পায়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম! এরপর থেকে রাতে জুতা পরে ঘুমাই।
*
শাশুড়ি : আচ্ছা, বলো তো দেখি বউ মা, রান্না করতে কী কী লাগে?
হবু বউ : অসহ্য লাগে, বিরক্ত লাগে, আর মাঝে মাঝে খুব গরম লাগে!
গ্রন্থনা : রাফিয়া আক্তার