অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
jugantor
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

   

১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বলুন তো ‘যুগান্তর’ হাতে নিয়ে ‘ঘরে বাইরে’ করতে করতে ‘বিচ্ছু’তে নিজের নাম খুঁজি কেন?

কনক কুরী

আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

মনে হচ্ছে পাগলা হাওয়া আসর করেছে! রোজ তিনবেলা করলার জুস খান, ঠিক হয়ে যাবে!

আচ্ছা, বিয়েতে হলুদের অনুষ্ঠান হয়, কিন্তু মরিচের অনুষ্ঠান হয় না কেন বলতে পারবেন?

মেনহাজুল ইসলাম তারেক

পার্বতীপুর, দিনাজপুর।

হলুদের পরিবর্তে মরিচ লাগালে বর-কনে হলুদ অনুষ্ঠান থেকে উঠে দৌড় দেবে তো তাই!

আচ্ছা বলুন তো দেখি, এমন কোন প্রশ্ন আছে যার উত্তর কখনো বিচ্ছু দিতে পারবে না?

সোমা মুৎসুদ্দী

নন্দনকানন, চট্টগ্রাম।

এমন কোনো প্রশ্ন দেশে নাই। তবে বিদেশ থেকে প্রশ্ন আমদানি করলে সেটা ভিন্ন কথা!

সত্যি করে ভেবে বলনু দেখি, ঘটনা যদি সত্যি হয় তাহলে আসামি নির্দোষ হয় ক্যামনে?

রকিবুল ইসলাম

গাজী ক্রস রোড, ফেনী।

আসামির ম্যানেজ পাওয়ারের জোরে! মানে সবকিছু ম্যানেজ করতে পারলে নির্দোষ হওয়া কোনো বিষয় না!

মহা অবান্তর প্রশ্ন

প্রিয় বিস, আশা করি ভালো আছেন। পর সমাচার এই যে...!

বলুন তো এরপর কী হবে?

নায়লা আফরিন, বনশ্রী, ঢাকা।

পর সমাচার এই যে, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার পাওনা

টাকাটা যত দ্রুত সম্ভব আপনার হাতে তুলে দেবো!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক :

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর

ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড),

বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

  
১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বলুন তো ‘যুগান্তর’ হাতে নিয়ে ‘ঘরে বাইরে’ করতে করতে ‘বিচ্ছু’তে নিজের নাম খুঁজি কেন?

কনক কুরী

আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

মনে হচ্ছে পাগলা হাওয়া আসর করেছে! রোজ তিনবেলা করলার জুস খান, ঠিক হয়ে যাবে!

আচ্ছা, বিয়েতে হলুদের অনুষ্ঠান হয়, কিন্তু মরিচের অনুষ্ঠান হয় না কেন বলতে পারবেন?

মেনহাজুল ইসলাম তারেক

পার্বতীপুর, দিনাজপুর।

হলুদের পরিবর্তে মরিচ লাগালে বর-কনে হলুদ অনুষ্ঠান থেকে উঠে দৌড় দেবে তো তাই!

আচ্ছা বলুন তো দেখি, এমন কোন প্রশ্ন আছে যার উত্তর কখনো বিচ্ছু দিতে পারবে না?

সোমা মুৎসুদ্দী

নন্দনকানন, চট্টগ্রাম।

এমন কোনো প্রশ্ন দেশে নাই। তবে বিদেশ থেকে প্রশ্ন আমদানি করলে সেটা ভিন্ন কথা!

সত্যি করে ভেবে বলনু দেখি, ঘটনা যদি সত্যি হয় তাহলে আসামি নির্দোষ হয় ক্যামনে?

রকিবুল ইসলাম

গাজী ক্রস রোড, ফেনী।

আসামির ম্যানেজ পাওয়ারের জোরে! মানে সবকিছু ম্যানেজ করতে পারলে নির্দোষ হওয়া কোনো বিষয় না!

মহা অবান্তর প্রশ্ন

প্রিয় বিস, আশা করি ভালো আছেন। পর সমাচার এই যে...!

বলুন তো এরপর কী হবে?

নায়লা আফরিন, বনশ্রী, ঢাকা।

পর সমাচার এই যে, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার পাওনা

টাকাটা যত দ্রুত সম্ভব আপনার হাতে তুলে দেবো!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক :

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর

ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড),

বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন