ওষুধের নাম হাসি
jugantor
(১মাস পর)
ওষুধের নাম হাসি

  লেখা : সত্যজিৎ বিশ্বাস * আঁকা : কাওছার মাহমুদ  

১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

তিন দিন ধরে না খেয়ে আছি বাবা। কেউ কিচ্ছু খেতে দেয় না। কী করি?

সামনে যাকে পাবি মিষ্টি করে হাসবি। দেখবি, জীবনে কোনো অভাব থাকবে না।

বাবা, আপনার উপদেশে দারুণ কাজ হয়েছে। এক নারী পুলিশকে দেখে হেসেছিলাম বলে পুরো এক মাস লাল দালানে ফ্রিতে থাকতে দিয়েছে, খাইয়েছে। আজই বের হলাম।

!!!

তোমরা বিয়ে করেছিলে কেন?

হাসি, আনন্দে জীবন কাটানোর আশায়।

তাহলে এখন ডিভোর্স চাইছ কেন?

ওই একই কারণে!

বল তো, মানুষ প্রেম-ভালোবাসা করে কেন?

নিজেরা হাসি-খুশি থাকতে।

তাহলে মানুষ বিয়ে করে কেন?

পাড়া-প্রতিবেশীকে হাসাতে।

(১মাস পর)

ওষুধের নাম হাসি

 লেখা : সত্যজিৎ বিশ্বাস * আঁকা : কাওছার মাহমুদ 
১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

তিন দিন ধরে না খেয়ে আছি বাবা। কেউ কিচ্ছু খেতে দেয় না। কী করি?

সামনে যাকে পাবি মিষ্টি করে হাসবি। দেখবি, জীবনে কোনো অভাব থাকবে না।

বাবা, আপনার উপদেশে দারুণ কাজ হয়েছে। এক নারী পুলিশকে দেখে হেসেছিলাম বলে পুরো এক মাস লাল দালানে ফ্রিতে থাকতে দিয়েছে, খাইয়েছে। আজই বের হলাম।

!!!

তোমরা বিয়ে করেছিলে কেন?

হাসি, আনন্দে জীবন কাটানোর আশায়।

তাহলে এখন ডিভোর্স চাইছ কেন?

ওই একই কারণে!

বল তো, মানুষ প্রেম-ভালোবাসা করে কেন?

নিজেরা হাসি-খুশি থাকতে।

তাহলে মানুষ বিয়ে করে কেন?

পাড়া-প্রতিবেশীকে হাসাতে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন