কেনাকাটার প্রস্তুতি
লেখা : কমল আরেফিন * আঁকা : কাওছার মাহমুদ
২৬ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কী রে, শুনলাম তুই নাকি ঈদের কেনাকাটার প্রস্তুতি শুরু করে দিয়েছিস?
ঠিকই শুনেছিস। এইবার আগে থেকেই শুরু করলাম।
তা কী কী কিনছিস এবার?
সবার আগে ‘এসো রং চিনি’ শিরোনামের একটি বই কিনেছি।
মানে! ঈদের কেনাকাটার সঙ্গে এ বইয়ের কী সম্পর্ক?
আরে ঈদ এলেই তোর ভাবি যেসব রঙের কাপড়চোপড়ের কথা বলে তার কিছুই মেলাতে পারি না।
তাই বলে রঙের বই!
হুম, এ নিয়ে প্রতিবারই কথা শুনতে হয়। তাই এবার শপিং শুরুর আগেই বিভিন্ন কালার চেনার চেষ্টা করছি। রং নিয়ে আর কোনো ঝামেলা নেই!
ভাই, ঈদ উপলক্ষ্যে আপনারা নাকি ‘মানি ফ্রি’ অফার দিচ্ছেন?
ঠিকই শুনেছেন। বিশাল অফার!
তাহলে তো মেলা টাকা লাভ!
না মানে আমাদের এখানে কেনাকাটা করলে আপনি সম্পূর্ণ মানি ফ্রি মানে টাকামুক্ত হয়ে যাবেন!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কেনাকাটার প্রস্তুতি
কী রে, শুনলাম তুই নাকি ঈদের কেনাকাটার প্রস্তুতি শুরু করে দিয়েছিস?
ঠিকই শুনেছিস। এইবার আগে থেকেই শুরু করলাম।
তা কী কী কিনছিস এবার?
সবার আগে ‘এসো রং চিনি’ শিরোনামের একটি বই কিনেছি।
মানে! ঈদের কেনাকাটার সঙ্গে এ বইয়ের কী সম্পর্ক?
আরে ঈদ এলেই তোর ভাবি যেসব রঙের কাপড়চোপড়ের কথা বলে তার কিছুই মেলাতে পারি না।
তাই বলে রঙের বই!
হুম, এ নিয়ে প্রতিবারই কথা শুনতে হয়। তাই এবার শপিং শুরুর আগেই বিভিন্ন কালার চেনার চেষ্টা করছি। রং নিয়ে আর কোনো ঝামেলা নেই!
ভাই, ঈদ উপলক্ষ্যে আপনারা নাকি ‘মানি ফ্রি’ অফার দিচ্ছেন?
ঠিকই শুনেছেন। বিশাল অফার!
তাহলে তো মেলা টাকা লাভ!
না মানে আমাদের এখানে কেনাকাটা করলে আপনি সম্পূর্ণ মানি ফ্রি মানে টাকামুক্ত হয়ে যাবেন!