এই শহরের জামাই
jugantor
পাঠক ছড়া
এই শহরের জামাই

  ওলি মুন্সী  

০৭ মে ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

পড়া লেখা করতে এসে

মেসে থাকি ভাড়া

তারি মধ্যে পণ্যমূল্য

বাড়ছে লাগাম ছাড়া।

কারণ আমি মেস ম্যানেজার

নিত্যঘুরি বাজারে

যেটা পেতাম পাঁচশো টাকায়

এখন হয় না হাজারে।

বাড়ি ভাড়ার নোটিশ দেখে

বাড়ায় পাকের খালা

পথের ভাড়া, লন্ড্রি, সেলুন

সাংঘাতিক এক জ্বালা।

বাবার দানে চলছি আমি

নেই রোজ কামাই

ইচ্ছে করে সব ছেড়ে হই

এই শহরের জামাই।

মদন, নেত্রকোনা।

পাঠক ছড়া

এই শহরের জামাই

 ওলি মুন্সী 
০৭ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পড়া লেখা করতে এসে

মেসে থাকি ভাড়া

তারি মধ্যে পণ্যমূল্য

বাড়ছে লাগাম ছাড়া।

কারণ আমি মেস ম্যানেজার

নিত্যঘুরি বাজারে

যেটা পেতাম পাঁচশো টাকায়

এখন হয় না হাজারে।

বাড়ি ভাড়ার নোটিশ দেখে

বাড়ায় পাকের খালা

পথের ভাড়া, লন্ড্রি, সেলুন

সাংঘাতিক এক জ্বালা।

বাবার দানে চলছি আমি

নেই রোজ কামাই

ইচ্ছে করে সব ছেড়ে হই

এই শহরের জামাই।

মদন, নেত্রকোনা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন