অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

  
০৪ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

এক্সকিউজ মি,

আপনার নামটা

যেন কী?

রাফসান উদ্দিন অনন্ত

আগারগাঁও, ঢাকা।

নাম বলতে নেই,

নাম বললে চাকরি

থাকে না!

চায়ের কাপের সঙ্গে পিরিচ আছে, বিশ্বকাপের সঙ্গে

নেই কেন?

ইমরান খান রাজু

দোহার, ঢাকা।

ফিফাও বাফুফে’র মতো অর্থ সঙ্কটে আছে তো তাই খরচ বাঁচাতে পিরিচ দেয় না!

পণ্যের মূল্যবৃদ্ধি হলে ভোক্তারা প্রতিবাদ মিছিল করলেও ব্যবসাযয়ীরা আনন্দ মিছিল করে না কেন?

আখতার হোসেন আজাদ

চাঁপাইনবাবগঞ্জ।

করে তো, মিছিলের

সঙ্গে ঢোলও বাজায়!

তবে মনে মনে!

যুগান্তর সব সময় অবান্তর প্রশ্নের জবাব দেয় কেন? ভালো প্রশ্ন খুঁজে পায় না?

এম হাবীবুল্লাহ

ঘাটাইল, টাঙ্গাইল।

পায়। কিন্তু আজকাল ভালো জিনিসের কদর কম তো তাই কেবল অবান্তর প্রশ্নের জবাব দেয়!

মহা অবান্তর প্রশ্ন

আচ্ছা বলুন তো, ক্রিকোফ্যারিঞ্জিয়াল পেশি মানবদেহে মেরুদণ্ডের কোথায় থাকে?

সুদীপ্ত কুমার দাস, তেঁজগাও, ঢাকা।

ক্রিকোফ্যারিঞ্জিয়াল কোথায় পাবো বলুন, বেশিরভাগ মানুষের তো মেরুদন্ডই নেই! মেরুদন্ডই যদি না থাকে ক্রিকোফ্যারিঞ্জিয়াল পাবো কোথায়!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন