আলেম ওলামার শুভেচ্ছা ও দোয়া
jugantor
আলেম ওলামার শুভেচ্ছা ও দোয়া

  তোফায়েল গাজালি, আ. স. ম আল আমিন ও আবু তালহা তারীফ  

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

২ যুগে পদার্পণ করেছে দৈনিক যুগান্তর। শূন্য দশকের গোড়ায় সংবাদের বৈচিত্র্যের সঙ্গে পত্রিকার জগতে ভিন্ন মাত্রা যোগ করে সপ্তাহে দুদিন চার রঙের ‘ইসলাম ও জীবন’ পাতা প্রকাশ করে যুগান্তর। সংবাদপত্রের জগতে যা এক সোনালি ইতিহাস।

যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতা দেশের শীর্ষ আলেম, পির-মাশায়েখ, ইমাম-খতিব, ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের পাশাপাশি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। যুগান্তর ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে তারা শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন যুগান্তর পরিবারকে। তাদের সঙ্গে কথা বলেছেন-তোফায়েল গাজালি, আ. স. ম আল আমিন ও আবু তালহা তারীফ

মন খুলে দোয়া করি

মুফতি রুহুল আমিন

খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

ইসলামে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। দ্বীনের প্রচারে গণমাধ্যমের ভূমিকা অতুলনীয়। এটি দাওয়াতের বিশাল বড় এক হাতিয়ার। যুগান্তর সব সময় দেশ, স্বাধীনতা ও মানবতার পক্ষে কথা বলে। ‘ইসলাম ও জীবন’ পাতায় আলেমদের মর্যাদা, ইমাম-খতিবদের অধিকার এবং ধর্মপ্রাণ মানুষের মনের কথাগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ জন্য পত্রিকাটির প্রতি দেশের ধর্মপ্রাণ মানুষের অন্যরকম এক ভালোবাসা কাজ করে।

আমি মন খুলে দোয়া করছি যুগান্তর আরও অনেক দূর এগিয়ে যাক। বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কুরআন-সুন্নাহর প্রচারে যুগান্তর অগ্রণী ভূমিকা পালন করবে সে প্রত্যাশা করি। ২৩ পেরিয়ে ২৪ বছরে পা রাখার আনন্দঘন এ মুহূর্তে যুগান্তরের প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই।

দাওয়াতের দায়িত্ব পালন করছে যুগান্তর

অধ্যাপক ড. আহমদ আবুল কালাম

ভারপ্রাপ্ত উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। ইসলাম ও মুসলিম উম্মাহর পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক যুগান্তর সাহসিকতার পরিচয় দিয়ে দীর্ঘ বছর নিষ্ঠার সঙ্গে সত্য ও সুন্দরের প্রচার করে যাচ্ছে। পত্রিকাটির ইসলাম ও জীবন পাতা কুরআন-সুন্নাহের শাশ্বত বাণী যুগের ভাষায় মানুষের সামনে পৌঁছে দিতে অনন্য অবদান রেখে চলছে।যুগান্তর শুধু একটি খবরের কাগজই নয় বরং দ্বীনি দাওয়াতের বাহক হিসাবে কাজ করছে। আমরা যুগান্তরের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

আল্লাহ দ্বীনের এ খেদমতকে কবুল করুন

মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী

বরেণ্য আলেম, পির, লেখক ও গবেষক

ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তি জীবন থেকে নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রের সঠিক সময়োপযোগী ও সর্বাধুনিক পথ নির্দেশনা রয়েছে ইসলামে। ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থাকে বাংলা ভাষাভাষীদের কাছে উপস্থাপনে যুগান্তরের ‘ইসলাম ও জীবন পাতা’ বিশেষ ভূমিকা রেখেছে।

যুগান্তর মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছে। বিজয় দিবসসহ রাষ্ট্রীয় বিভিন্ন দিবস নিজেদের মতো করে পালনে মাদ্রাসাপড়ুয়ারা উদ্বুদ্ধ হয়েছে ইসলাম ও জীবন পাতার মাধ্যমে। এ দেশের আলেমদের দীর্ঘদিনের প্রাণের দাবি কওমি শিক্ষা সনদের স্বীকৃতির পেছনেও রয়েছে যুগান্তরের অনন্য অবদান। দুই যুগ পূর্তি উপলক্ষ্যে যুগান্তর পরিবারকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আশা রাখি আগামী দিনগুলোতেও যুগান্তর ইসলামের এ খেদমত অব্যাহত রাখবে। পরম করুণাময় আল্লাহতায়ালা পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার খেদমতকে কবুল করুক।

সাহসী পথচলা অব্যাহত থাকুক

অধ্যাপক মাওলানা আশরাফ আলী নিজামপুরী

অধ্যাপক, দারুল উলূম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম

২৩ পেরিয়ে ২৪ বছরে পা রেখেছে দৈনিক যুগান্তর। দীর্ঘ দুই যুগের এ পথচলায় দেশের ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়জুড়ে ভালোবাসার আসন দখল করে আছে যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতা। ইসলামের প্রকৃত শিক্ষা, চিন্তাভাবনা ও আদর্শ তুলে ধরার ক্ষেত্রে যুগান্তরের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।ইসলাম ও জীবন পাতাটি দীর্ঘ বছর ধরে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। পৃষ্ঠা সংখ্যা বৃদ্ধি করে, সৃজনশীল প্রবন্ধ-নিবন্ধ ও ফিচারে সমৃদ্ধ করে আগামীতেও যেন এ পাতার ধারাবাহিকতা বজায় থাকে সে প্রত্যাশা করছি। যুগান্তর পরিবারের জন্য আমাদের শুভেচ্ছা-দোয়া ও ভালোবাসা রইল। দৈনিক যুগান্তরের এ সাহসী পথচলা ধর্মপ্রাণ মানুষের হৃদজুড়ে যুগ-যুগান্তর অব্যাহত থাকুক।

ইসলাম পাতাকে অভিনন্দন

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী

ভূতপূর্ব ইমাম ও খতিব, গণভবন ও সচিবালয় মসজিদ, সাবেক সভাপতি জমিয়াতুল মুদাররেসিন, সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ড

ইসলাম হচ্ছে স্বয়ং স্রষ্টা প্রদত্ত পূর্ণাঙ্গ সুন্দর জীবনব্যবস্থা। বারো মাসের তেরো পার্বণ পালন করে নয়, প্রতিনিয়ত স্বয়ং স্রষ্টার নির্দেশিত পন্থায় জীবনের প্রতিটি কর্ম সম্পাদনের মাধ্যমে এটি পালন করতে হয়। তাই নবি করিম (সা.) গোটা পৃথিবীর প্রতি আহ্বান জানিয়ে ছিলেন, ‘আসলিমু, তাসলিমু’ অর্থাৎ ইসলামে সমর্পিত হও, ইসলামি অনুশাসনে জীবন পরিচালনা করো, তাহলে শান্তি ও নিরাপত্তা লাভ করবে। (সহিহ বুখারি-৩১৬৭)। সেই হিসাবে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার নিয়ামক হচ্ছে ইসলামের ব্যাপক অনুশীলন।

কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ইসলাম এখন এক কোণে ঠাঁই নিয়েছে, পত্রপত্রিকায়ও ইসলামের পাতা এক কোণে ঠাঁই পায়। কোনো কোনো পত্রিকায় একটি মাত্র কলাম, আবার কোনো কোনোটিতে অর্ধ পৃষ্ঠা। তবে জনচাহিদার পরিপ্রেক্ষিতে আজ কাল আর তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

বাংলাদেশে মুসলিম সাংবাদিকতার জনক, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আকরাম খাঁর (১৮৬৮-১৯৬৮) দৈনিক আজাদ ছিল বঙ্গবাসী গোটা মুসলিম সমাজের মুখপত্র। বিগত শতকে তার মৃত্যুর কয়েক বছর আগে আমিই তাকে প্রথম পত্র-পত্রিকায় ইসলামি পাতা প্রকাশের দাবি জানাই। তাই তিনিই প্রথম পত্রিকায় ইসলাম পাতার প্রচলন করেন। যার ফলে সবাই তা অনুসরণ করেন। এতে করে আমাদের নবীনদের ইসলাম চর্চাও জানাশোনার সুযোগ বৃদ্ধি পেয়েছে। আমার জানামতে ইসলামের খেদমতে দৈনিক যুগান্তরের ভূমিকা ও প্রচার খুবই বলিষ্ঠ, পত্রিকাটির দুই যুগ পূর্তি শুভক্ষণে আমি অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি।

ধর্মপ্রাণ মানুষের হৃদয়জুড়ে যুগান্তর

অধ্যাপক ড. মোঃ শামসুল আলম

চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩ পেরিয়ে ২৪ বছরে পা রাখতে যাচ্ছে দৈনিক যুগান্তর। দীর্ঘ এ পথপরিক্রমায় দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়জুড়ে ভালোবাসার স্থান দখল করে নিয়েছে যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতা। ইসলামের নানাবিধ বিষয় প্রচারে পাতাটির ভূমিকা আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া লেখক তৈরিতেও তাদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। পাঠকের ভালোবাসায় এগিয়ে যাবে যুগান্তর। ইসলাম পাতার মাধ্যমে পাঠকের হৃদয়জুড়ে ছড়িয়ে পড়ুক সত্যের বাণী। আল্লাহতায়ালা দৈনিক যুগান্তরকে কবুল করুন এবং আগামীর পথচলাকে সহজ করুন।

সাম্য ও সম্প্রীতির বার্তাবাহী যুগান্তর

ড. গিয়াস উদ্দিন তালুকদার

অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বর্তমান সময়ে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতে মিডিয়ার প্রয়োজন অনেক বেশি। আলহামদুলিল্লাহ দৈনিক যুগান্তরের ইসলাম পাতা ইসলামের সাম্য ও সম্প্রীতির বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে যুগান্তকারী ভূমিকা রেখে চলছে। পত্রিকাটির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে প্রকাশক, সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই। আমি আশা রাখি বিগত দিনগুলোর মতো আগামীতেও ইসলামের মর্মবাণী বিশ্বময় ছড়িয়ে দিতে দৈনিক যুগান্তর ভূমিকা রাখবে। সর্বোপরি পত্রিকাটির সর্বাঙ্গীন সফলতা ও বহুল প্রচার কামনা করছি।

ইসলামের মূল মেসেজ পৌঁছে দেয়

প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি

সভাপতি, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর দুই যুগে পদার্পণের শুভলগ্নে মালিক, সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। পত্রিকাটির ইসলাম পাতা ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের ওপর তথ্যবহুল প্রবন্ধ-নিবন্ধ, ফিচার ও সংবাদ প্রকাশ করে এ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন ধর্মীয় উপলক্ষ্যকে কেন্দ্র করে তাৎপর্যপূর্ণ নিবন্ধ প্রকাশ করার মাধ্যমে ইসলামের মূল মেসেজ ধর্মপ্রাণ মানুষের কাছে পৌঁছে দেয় যুগান্তর। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। যুগান্তর সব সময় ইসলামের মূল বার্তা পৌঁছে দেওয়ার অব্যাহত প্রচেষ্টা ও কর্মযজ্ঞ চালিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করছি।

নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে কাজ করে

অধ্যক্ষ আ.খ.ম আবু বকর সিদ্দীক

অধ্যক্ষ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা

দেশের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর একটি দৈনিক যুগান্তর। যুগান্তর দুই যুগে পদার্পণ করেছে জেনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটি মুসলিমপ্রধান দেশের গণমাধ্যম হিসাবে মানুষকে দ্বীন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া পত্রিকা কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি। অবশ্য দৈনিক যুগান্তর শুরু থেকেই ‘ইসলাম ও জীবন’ পাতা প্রকাশ করে পথহারা মানুষকে দ্বীন ও ইমানের পথ নির্দেশনা দিয়ে আসছে। মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে যুগান্তর আজীবন পথিকৃত হয়ে থাকবে। যুগান্তর পত্রিকা ও এর সংশ্লিষ্ট সবার জন্য আমার দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার তাওফিতক দিন। আমিন

আলেম ওলামার শুভেচ্ছা ও দোয়া

 তোফায়েল গাজালি, আ. স. ম আল আমিন ও আবু তালহা তারীফ 
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

২ যুগে পদার্পণ করেছে দৈনিক যুগান্তর। শূন্য দশকের গোড়ায় সংবাদের বৈচিত্র্যের সঙ্গে পত্রিকার জগতে ভিন্ন মাত্রা যোগ করে সপ্তাহে দুদিন চার রঙের ‘ইসলাম ও জীবন’ পাতা প্রকাশ করে যুগান্তর। সংবাদপত্রের জগতে যা এক সোনালি ইতিহাস।

যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতা দেশের শীর্ষ আলেম, পির-মাশায়েখ, ইমাম-খতিব, ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের পাশাপাশি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। যুগান্তর ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে তারা শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন যুগান্তর পরিবারকে। তাদের সঙ্গে কথা বলেছেন-তোফায়েল গাজালি, আ. স. ম আল আমিন ও আবু তালহা তারীফ

মন খুলে দোয়া করি

মুফতি রুহুল আমিন

খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

ইসলামে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। দ্বীনের প্রচারে গণমাধ্যমের ভূমিকা অতুলনীয়। এটি দাওয়াতের বিশাল বড় এক হাতিয়ার। যুগান্তর সব সময় দেশ, স্বাধীনতা ও মানবতার পক্ষে কথা বলে। ‘ইসলাম ও জীবন’ পাতায় আলেমদের মর্যাদা, ইমাম-খতিবদের অধিকার এবং ধর্মপ্রাণ মানুষের মনের কথাগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ জন্য পত্রিকাটির প্রতি দেশের ধর্মপ্রাণ মানুষের অন্যরকম এক ভালোবাসা কাজ করে।

আমি মন খুলে দোয়া করছি যুগান্তর আরও অনেক দূর এগিয়ে যাক। বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কুরআন-সুন্নাহর প্রচারে যুগান্তর অগ্রণী ভূমিকা পালন করবে সে প্রত্যাশা করি। ২৩ পেরিয়ে ২৪ বছরে পা রাখার আনন্দঘন এ মুহূর্তে যুগান্তরের প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই।

দাওয়াতের দায়িত্ব পালন করছে যুগান্তর

অধ্যাপক ড. আহমদ আবুল কালাম

ভারপ্রাপ্ত উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। ইসলাম ও মুসলিম উম্মাহর পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক যুগান্তর সাহসিকতার পরিচয় দিয়ে দীর্ঘ বছর নিষ্ঠার সঙ্গে সত্য ও সুন্দরের প্রচার করে যাচ্ছে। পত্রিকাটির ইসলাম ও জীবন পাতা কুরআন-সুন্নাহের শাশ্বত বাণী যুগের ভাষায় মানুষের সামনে পৌঁছে দিতে অনন্য অবদান রেখে চলছে।যুগান্তর শুধু একটি খবরের কাগজই নয় বরং দ্বীনি দাওয়াতের বাহক হিসাবে কাজ করছে। আমরা যুগান্তরের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

আল্লাহ দ্বীনের এ খেদমতকে কবুল করুন

মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী

বরেণ্য আলেম, পির, লেখক ও গবেষক

ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তি জীবন থেকে নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রের সঠিক সময়োপযোগী ও সর্বাধুনিক পথ নির্দেশনা রয়েছে ইসলামে। ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থাকে বাংলা ভাষাভাষীদের কাছে উপস্থাপনে যুগান্তরের ‘ইসলাম ও জীবন পাতা’ বিশেষ ভূমিকা রেখেছে।

যুগান্তর মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছে। বিজয় দিবসসহ রাষ্ট্রীয় বিভিন্ন দিবস নিজেদের মতো করে পালনে মাদ্রাসাপড়ুয়ারা উদ্বুদ্ধ হয়েছে ইসলাম ও জীবন পাতার মাধ্যমে। এ দেশের আলেমদের দীর্ঘদিনের প্রাণের দাবি কওমি শিক্ষা সনদের স্বীকৃতির পেছনেও রয়েছে যুগান্তরের অনন্য অবদান। দুই যুগ পূর্তি উপলক্ষ্যে যুগান্তর পরিবারকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আশা রাখি আগামী দিনগুলোতেও যুগান্তর ইসলামের এ খেদমত অব্যাহত রাখবে। পরম করুণাময় আল্লাহতায়ালা পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার খেদমতকে কবুল করুক।

সাহসী পথচলা অব্যাহত থাকুক

অধ্যাপক মাওলানা আশরাফ আলী নিজামপুরী

অধ্যাপক, দারুল উলূম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম

২৩ পেরিয়ে ২৪ বছরে পা রেখেছে দৈনিক যুগান্তর। দীর্ঘ দুই যুগের এ পথচলায় দেশের ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়জুড়ে ভালোবাসার আসন দখল করে আছে যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতা। ইসলামের প্রকৃত শিক্ষা, চিন্তাভাবনা ও আদর্শ তুলে ধরার ক্ষেত্রে যুগান্তরের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।ইসলাম ও জীবন পাতাটি দীর্ঘ বছর ধরে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। পৃষ্ঠা সংখ্যা বৃদ্ধি করে, সৃজনশীল প্রবন্ধ-নিবন্ধ ও ফিচারে সমৃদ্ধ করে আগামীতেও যেন এ পাতার ধারাবাহিকতা বজায় থাকে সে প্রত্যাশা করছি। যুগান্তর পরিবারের জন্য আমাদের শুভেচ্ছা-দোয়া ও ভালোবাসা রইল। দৈনিক যুগান্তরের এ সাহসী পথচলা ধর্মপ্রাণ মানুষের হৃদজুড়ে যুগ-যুগান্তর অব্যাহত থাকুক।

ইসলাম পাতাকে অভিনন্দন

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী

ভূতপূর্ব ইমাম ও খতিব, গণভবন ও সচিবালয় মসজিদ, সাবেক সভাপতি জমিয়াতুল মুদাররেসিন, সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ড

ইসলাম হচ্ছে স্বয়ং স্রষ্টা প্রদত্ত পূর্ণাঙ্গ সুন্দর জীবনব্যবস্থা। বারো মাসের তেরো পার্বণ পালন করে নয়, প্রতিনিয়ত স্বয়ং স্রষ্টার নির্দেশিত পন্থায় জীবনের প্রতিটি কর্ম সম্পাদনের মাধ্যমে এটি পালন করতে হয়। তাই নবি করিম (সা.) গোটা পৃথিবীর প্রতি আহ্বান জানিয়ে ছিলেন, ‘আসলিমু, তাসলিমু’ অর্থাৎ ইসলামে সমর্পিত হও, ইসলামি অনুশাসনে জীবন পরিচালনা করো, তাহলে শান্তি ও নিরাপত্তা লাভ করবে। (সহিহ বুখারি-৩১৬৭)। সেই হিসাবে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার নিয়ামক হচ্ছে ইসলামের ব্যাপক অনুশীলন।

কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ইসলাম এখন এক কোণে ঠাঁই নিয়েছে, পত্রপত্রিকায়ও ইসলামের পাতা এক কোণে ঠাঁই পায়। কোনো কোনো পত্রিকায় একটি মাত্র কলাম, আবার কোনো কোনোটিতে অর্ধ পৃষ্ঠা। তবে জনচাহিদার পরিপ্রেক্ষিতে আজ কাল আর তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

বাংলাদেশে মুসলিম সাংবাদিকতার জনক, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আকরাম খাঁর (১৮৬৮-১৯৬৮) দৈনিক আজাদ ছিল বঙ্গবাসী গোটা মুসলিম সমাজের মুখপত্র। বিগত শতকে তার মৃত্যুর কয়েক বছর আগে আমিই তাকে প্রথম পত্র-পত্রিকায় ইসলামি পাতা প্রকাশের দাবি জানাই। তাই তিনিই প্রথম পত্রিকায় ইসলাম পাতার প্রচলন করেন। যার ফলে সবাই তা অনুসরণ করেন। এতে করে আমাদের নবীনদের ইসলাম চর্চাও জানাশোনার সুযোগ বৃদ্ধি পেয়েছে। আমার জানামতে ইসলামের খেদমতে দৈনিক যুগান্তরের ভূমিকা ও প্রচার খুবই বলিষ্ঠ, পত্রিকাটির দুই যুগ পূর্তি শুভক্ষণে আমি অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি।

ধর্মপ্রাণ মানুষের হৃদয়জুড়ে যুগান্তর

অধ্যাপক ড. মোঃ শামসুল আলম

চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩ পেরিয়ে ২৪ বছরে পা রাখতে যাচ্ছে দৈনিক যুগান্তর। দীর্ঘ এ পথপরিক্রমায় দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়জুড়ে ভালোবাসার স্থান দখল করে নিয়েছে যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতা। ইসলামের নানাবিধ বিষয় প্রচারে পাতাটির ভূমিকা আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া লেখক তৈরিতেও তাদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। পাঠকের ভালোবাসায় এগিয়ে যাবে যুগান্তর। ইসলাম পাতার মাধ্যমে পাঠকের হৃদয়জুড়ে ছড়িয়ে পড়ুক সত্যের বাণী। আল্লাহতায়ালা দৈনিক যুগান্তরকে কবুল করুন এবং আগামীর পথচলাকে সহজ করুন।

সাম্য ও সম্প্রীতির বার্তাবাহী যুগান্তর

ড. গিয়াস উদ্দিন তালুকদার

অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বর্তমান সময়ে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতে মিডিয়ার প্রয়োজন অনেক বেশি। আলহামদুলিল্লাহ দৈনিক যুগান্তরের ইসলাম পাতা ইসলামের সাম্য ও সম্প্রীতির বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে যুগান্তকারী ভূমিকা রেখে চলছে। পত্রিকাটির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে প্রকাশক, সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই। আমি আশা রাখি বিগত দিনগুলোর মতো আগামীতেও ইসলামের মর্মবাণী বিশ্বময় ছড়িয়ে দিতে দৈনিক যুগান্তর ভূমিকা রাখবে। সর্বোপরি পত্রিকাটির সর্বাঙ্গীন সফলতা ও বহুল প্রচার কামনা করছি।

ইসলামের মূল মেসেজ পৌঁছে দেয়

প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি

সভাপতি, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর দুই যুগে পদার্পণের শুভলগ্নে মালিক, সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। পত্রিকাটির ইসলাম পাতা ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের ওপর তথ্যবহুল প্রবন্ধ-নিবন্ধ, ফিচার ও সংবাদ প্রকাশ করে এ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন ধর্মীয় উপলক্ষ্যকে কেন্দ্র করে তাৎপর্যপূর্ণ নিবন্ধ প্রকাশ করার মাধ্যমে ইসলামের মূল মেসেজ ধর্মপ্রাণ মানুষের কাছে পৌঁছে দেয় যুগান্তর। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। যুগান্তর সব সময় ইসলামের মূল বার্তা পৌঁছে দেওয়ার অব্যাহত প্রচেষ্টা ও কর্মযজ্ঞ চালিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করছি।

নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে কাজ করে

অধ্যক্ষ আ.খ.ম আবু বকর সিদ্দীক

অধ্যক্ষ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা

দেশের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর একটি দৈনিক যুগান্তর। যুগান্তর দুই যুগে পদার্পণ করেছে জেনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটি মুসলিমপ্রধান দেশের গণমাধ্যম হিসাবে মানুষকে দ্বীন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া পত্রিকা কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি। অবশ্য দৈনিক যুগান্তর শুরু থেকেই ‘ইসলাম ও জীবন’ পাতা প্রকাশ করে পথহারা মানুষকে দ্বীন ও ইমানের পথ নির্দেশনা দিয়ে আসছে। মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে যুগান্তর আজীবন পথিকৃত হয়ে থাকবে। যুগান্তর পত্রিকা ও এর সংশ্লিষ্ট সবার জন্য আমার দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার তাওফিতক দিন। আমিন

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : দুই যুগে যুগান্তর