ব্রাইডাল প্যাকেজ
শীত মানেই বিয়ের আমেজ। নববধূর সাজে নিজেকে সাজিয়ে তোলার নানা পরিকল্পনা। জীবনের নতুন অধ্যায়ে একেবারেই আলাদাভাবে নিজেকে ফুটিয়ে তোলা। এ ছাড়া নানা অনুষ্ঠান তো আছেই। হলুদ থেকে শুরু করে মেহেদি, বিয়ে বৌভাতের এক একটি পর্ব। তাই সাজের বেলায় চাই পরিপূর্ণতার ছোঁয়া। অন্যদিকে এক একটি অনুষ্ঠানে সাজসজ্জাতেও থাকে ভিন্নতার আমেজ। তাই বিয়ের এ মৌসুমে, ব্রাইডাল মেকাপ প্যাকেজ সাজিয়ে নিতে পারেন নিজেকে কনে সাজে। বিয়ের এসব প্যাকেজে থাকে মেনিকিউর, পেডিকিউর, স্পেশিয়াল ফেসিয়াল, গ্লো অ্যান্ড শাইনিং ফেসিয়াল, হেয়ার কাটিং, ব্রাইডাল মেহেদি, হলুদের সাজ থেকে শুরু করে বিয়ে সঙ্গে বৌভাতের সাজ। এসব সাজের ক্ষেত্রেও আছে আলাদা আলাদা প্যাকেজ। আপনি আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন। এসব প্যাকেজের ক্ষেত্রে অনেকেই আবার প্যাকেজ ব্রাইডাল মেকওভার ছাড়াও শুধু ব্রাইডাল সাজের অফারও রাখছেন। এ ক্ষেত্রে তুলনামূলক ব্রাইডাল প্যাকেজ সাশ্রয়ী হয়ে থাকে। এতে আপনি আপনার হাত ভরে যেমন মেহেদির আলপনায় নিজেকে সাজিয়ে নিতে পারবেন তেমনি নতুন জীবন শুরুর আগে নিজের পরিচর্যাও করিয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে শুধু ব্রাইডাল সাজের ক্ষেত্রে দশ থেকে বারো হাজার টাকাতেও আপনি নিজেকে সাজিয়ে নিতে পারবেন নববধূর সাজে। অন্যদিকে প্যাকেজ অনুযায়ী আপনি এক্সক্লুসিভ প্যাকেজ পাবেন পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে। এসব প্যাকেজের পাশাপাশি আছে রেগুলার ব্রাইডাল প্যাকেজ। এসব প্যাকেজ পাবেন বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে।
ব্রাইডাল প্যাকেজ : ব্রাইডাল প্যাকেজের ক্ষেত্রে রেড বিউটি স্যালুনে পাবেন বারো হাজার থেকে ত্রিশ হাজার টাকার ভেতর ভিন্ন ভিন্ন ব্রাইডাল প্যাজেক। এ ছাড়া হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালনে পাবেন বারো থেকে পনেরো হাজারের মধ্যে ব্রাইডাল প্যাকেজ। ফারজানা শাকিল’স মেকওভার স্যালনে পাবেন পাঁচ হাজার থেকে শুরু করে ত্রিশ হাজারের মধ্যে আলাদা আলাদা প্যাকেজের ব্রাইডাল প্যাকেজ। ওমেন্স ওয়ার্ল্ডে পাবেন ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে ব্রাইডাল প্যাকেজ। এ ছাড়া পার্সোনায় ব্রাইডাল প্যাকেজ পাবেন আট হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্রাইডাল প্যাকেজ
শীত মানেই বিয়ের আমেজ। নববধূর সাজে নিজেকে সাজিয়ে তোলার নানা পরিকল্পনা। জীবনের নতুন অধ্যায়ে একেবারেই আলাদাভাবে নিজেকে ফুটিয়ে তোলা। এ ছাড়া নানা অনুষ্ঠান তো আছেই। হলুদ থেকে শুরু করে মেহেদি, বিয়ে বৌভাতের এক একটি পর্ব। তাই সাজের বেলায় চাই পরিপূর্ণতার ছোঁয়া। অন্যদিকে এক একটি অনুষ্ঠানে সাজসজ্জাতেও থাকে ভিন্নতার আমেজ। তাই বিয়ের এ মৌসুমে, ব্রাইডাল মেকাপ প্যাকেজ সাজিয়ে নিতে পারেন নিজেকে কনে সাজে। বিয়ের এসব প্যাকেজে থাকে মেনিকিউর, পেডিকিউর, স্পেশিয়াল ফেসিয়াল, গ্লো অ্যান্ড শাইনিং ফেসিয়াল, হেয়ার কাটিং, ব্রাইডাল মেহেদি, হলুদের সাজ থেকে শুরু করে বিয়ে সঙ্গে বৌভাতের সাজ। এসব সাজের ক্ষেত্রেও আছে আলাদা আলাদা প্যাকেজ। আপনি আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন। এসব প্যাকেজের ক্ষেত্রে অনেকেই আবার প্যাকেজ ব্রাইডাল মেকওভার ছাড়াও শুধু ব্রাইডাল সাজের অফারও রাখছেন। এ ক্ষেত্রে তুলনামূলক ব্রাইডাল প্যাকেজ সাশ্রয়ী হয়ে থাকে। এতে আপনি আপনার হাত ভরে যেমন মেহেদির আলপনায় নিজেকে সাজিয়ে নিতে পারবেন তেমনি নতুন জীবন শুরুর আগে নিজের পরিচর্যাও করিয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে শুধু ব্রাইডাল সাজের ক্ষেত্রে দশ থেকে বারো হাজার টাকাতেও আপনি নিজেকে সাজিয়ে নিতে পারবেন নববধূর সাজে। অন্যদিকে প্যাকেজ অনুযায়ী আপনি এক্সক্লুসিভ প্যাকেজ পাবেন পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে। এসব প্যাকেজের পাশাপাশি আছে রেগুলার ব্রাইডাল প্যাকেজ। এসব প্যাকেজ পাবেন বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে।
ব্রাইডাল প্যাকেজ : ব্রাইডাল প্যাকেজের ক্ষেত্রে রেড বিউটি স্যালুনে পাবেন বারো হাজার থেকে ত্রিশ হাজার টাকার ভেতর ভিন্ন ভিন্ন ব্রাইডাল প্যাজেক। এ ছাড়া হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালনে পাবেন বারো থেকে পনেরো হাজারের মধ্যে ব্রাইডাল প্যাকেজ। ফারজানা শাকিল’স মেকওভার স্যালনে পাবেন পাঁচ হাজার থেকে শুরু করে ত্রিশ হাজারের মধ্যে আলাদা আলাদা প্যাকেজের ব্রাইডাল প্যাকেজ। ওমেন্স ওয়ার্ল্ডে পাবেন ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে ব্রাইডাল প্যাকেজ। এ ছাড়া পার্সোনায় ব্রাইডাল প্যাকেজ পাবেন আট হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে।