খেলার সামগ্রী
jugantor
খোঁজখবর
খেলার সামগ্রী

  শওকত আলী রতন  

০১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা। শিশু-কিশোরদের সঠিক সময়ে খেলাধুলা করানো উচিত। এতে শিশু স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য সহায়ক। আমাদের দেশে আউটডোর ও ইনডোট দুই ধরনেরই খেলাধুলার প্রচলন প্রাচীনকাল থেকেই। এসবের মধ্যে ফুটবল, ক্রিকেট, ক্যারম ও দাবা আমাদের দেশের জনপ্রিয় খেলা। প্রাচীনকাল থেকে এসব খেলাধুলার সঙ্গে পরিচিতি রয়েছে আমাদের। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা হয়ে থাকে খেলাগুলো। তাই পেশাদার ও অপেশাদার খেলোয়াড়রা সাধারণত খেলার সামগ্রী কিনে থাকেন। খেলাধুলার সামগ্রীর খোঁজখবর ও দরদাম জানাব।

ফুটবল : আমাদের দেশের সবচেয়ে দর্শকনন্দিত খেলার নাম ফুটবল। প্রাচীনকাল থেকেই চলে আসছে ফুটবল খেলা। এখনো গ্রাম বাংলায় ফুটবল খেলায় কদর আগের মতোই। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ফুটবল পাওয়া যায়। প্রকারভেদে এগুলোর দাম পড়বে ৪০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে।

ক্রিকেট : ক্রিকেট বাংলাদেশের অতি পরিচিত খেলা। সব পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ করায় এখন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ অতি পরিচিত নাম। ক্রিকেট দেশের জন্য অনেক সুনাম বইয়ে এনেছে। ক্রিকেট খেলার জন্য ব্যাট-বলসহ অন্যান্য সামগ্রী প্রয়োজন। ক্রিকেট ব্যাট ১২০০ থেকে ৩ হাজার টাকা। ডিউজ ক্রিটেক ব্যাটের দাম পড়বে ২ হাজার টাকা থেকে ৭ হাজার টাকার মধ্যে। প্রতিটি ডিউজ বল ১৮০ টাকা থেকে ৭৫০ টাকার মধ্যে পাওয়া যায়।

ক্যারম : কি গ্রাম কি শহর সব জায়গায়ই কদর রয়েছে ক্যারম খেলার। প্রতিটি ক্যারম বোর্ড সাধারণত ৩০ ইঞ্চি থেকে ৫৬ ইঞ্চির মধ্যে হয়ে থাকে। সাইজ অনুযায়ী ক্যারম বোর্ড ঘুঁটিসহ পাওয়া যায় ৭৫০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে। এ ছাড়া ক্যারমের ঘুঁটি সেট আলাদা কিনতে পাওয়া যায়।

দাবা : অবসর সময় কাটানোর জন্য দাবা খুবই উপযুক্ত একটি খেলা। প্লাস্টিক, কাঠ ও ম্যাগনেট বোর্ড পাওয়া যায়। ২৫০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যায় দাবা কোর্ট।

যেখানে পাবেন : যে কোনো খেলাধুলা সামগ্রীর খুচরা ও পাইকারি মার্কেটের জন্য প্রসিদ্ধ রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম। এখানে শতাধিক দোকান রয়েছে। যাচাই-বাছাই করে এখান থেকে কিনতে পারেন আপনার পছন্দের খেলার সামগ্রী। এ ছাড়া বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমণ্ডি, গুলশান, ফার্মগেট ও উত্তরায় বিভিন্ন স্পোর্টসের দোকানগুলোতে পাওয়া যাবে খেলার সব সামগ্রী।

খোঁজখবর

খেলার সামগ্রী

 শওকত আলী রতন 
০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা। শিশু-কিশোরদের সঠিক সময়ে খেলাধুলা করানো উচিত। এতে শিশু স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য সহায়ক। আমাদের দেশে আউটডোর ও ইনডোট দুই ধরনেরই খেলাধুলার প্রচলন প্রাচীনকাল থেকেই। এসবের মধ্যে ফুটবল, ক্রিকেট, ক্যারম ও দাবা আমাদের দেশের জনপ্রিয় খেলা। প্রাচীনকাল থেকে এসব খেলাধুলার সঙ্গে পরিচিতি রয়েছে আমাদের। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা হয়ে থাকে খেলাগুলো। তাই পেশাদার ও অপেশাদার খেলোয়াড়রা সাধারণত খেলার সামগ্রী কিনে থাকেন। খেলাধুলার সামগ্রীর খোঁজখবর ও দরদাম জানাব।

ফুটবল : আমাদের দেশের সবচেয়ে দর্শকনন্দিত খেলার নাম ফুটবল। প্রাচীনকাল থেকেই চলে আসছে ফুটবল খেলা। এখনো গ্রাম বাংলায় ফুটবল খেলায় কদর আগের মতোই। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ফুটবল পাওয়া যায়। প্রকারভেদে এগুলোর দাম পড়বে ৪০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে।

ক্রিকেট : ক্রিকেট বাংলাদেশের অতি পরিচিত খেলা। সব পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ করায় এখন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ অতি পরিচিত নাম। ক্রিকেট দেশের জন্য অনেক সুনাম বইয়ে এনেছে। ক্রিকেট খেলার জন্য ব্যাট-বলসহ অন্যান্য সামগ্রী প্রয়োজন। ক্রিকেট ব্যাট ১২০০ থেকে ৩ হাজার টাকা। ডিউজ ক্রিটেক ব্যাটের দাম পড়বে ২ হাজার টাকা থেকে ৭ হাজার টাকার মধ্যে। প্রতিটি ডিউজ বল ১৮০ টাকা থেকে ৭৫০ টাকার মধ্যে পাওয়া যায়।

ক্যারম : কি গ্রাম কি শহর সব জায়গায়ই কদর রয়েছে ক্যারম খেলার। প্রতিটি ক্যারম বোর্ড সাধারণত ৩০ ইঞ্চি থেকে ৫৬ ইঞ্চির মধ্যে হয়ে থাকে। সাইজ অনুযায়ী ক্যারম বোর্ড ঘুঁটিসহ পাওয়া যায় ৭৫০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে। এ ছাড়া ক্যারমের ঘুঁটি সেট আলাদা কিনতে পাওয়া যায়।

দাবা : অবসর সময় কাটানোর জন্য দাবা খুবই উপযুক্ত একটি খেলা। প্লাস্টিক, কাঠ ও ম্যাগনেট বোর্ড পাওয়া যায়। ২৫০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যায় দাবা কোর্ট।

যেখানে পাবেন : যে কোনো খেলাধুলা সামগ্রীর খুচরা ও পাইকারি মার্কেটের জন্য প্রসিদ্ধ রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম। এখানে শতাধিক দোকান রয়েছে। যাচাই-বাছাই করে এখান থেকে কিনতে পারেন আপনার পছন্দের খেলার সামগ্রী। এ ছাড়া বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমণ্ডি, গুলশান, ফার্মগেট ও উত্তরায় বিভিন্ন স্পোর্টসের দোকানগুলোতে পাওয়া যাবে খেলার সব সামগ্রী।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন