আয়োজন
বিশ্বরঙ-এর নীল উৎসব
বিশ্বরঙ আয়োজন করেছে নীল উৎসব। উৎসব পার্বণ উদযাপন চলবে কুরবানি ঈদ পর্যন্ত। ‘নীল উৎসব’ উপলক্ষ্যে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতি থেকে নেওয়া নীল ফুলের অনুপ্রেরণায় ফ্লোরাল মোটিফ আর নীল। সাদা রঙের বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের অনবদ্য উপস্থিতি এবং গরমের কথা মাথায় রেখে কাপড় ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিনেন, ভয়েল, স্লাব কাপড়। আর পোশাকগুলোতে নীলের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি। www.bishworang.website এই ওয়েব পেজটি এবং bishworangfanclub ফেজবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন।
ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব নাইট
১৬ জুন লয়ালটি প্রোগ্রাম সদস্যদের জন্য ‘প্রিমিয়ার ক্লাব নাইট ২০২২’-এর আয়োজন করে ঢাকা রিজেন্সি। বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব, সামাজিক ও ব্যবসায়িক উদ্যোক্তা, এয়ারলাইন্স, হোটেল, ক্লাব ও আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি সেক্টরের কর্মকর্তাদের উপস্থিতিতে ১৪ তলায় অবস্থিত সেলিব্রেশন হলে অনুষ্ঠিত হয় এই আয়োজনটি। ঢাকা রিজেন্সির নির্বাহী পরিচালক শহীদ হামিদ এফআইএইচ তার উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে এই আয়োজনকে স্বাগত জানান। অনুষ্ঠানে ছিল সংগীতশিল্পী কর্নিয়ার সংগীত পরিবেশনা!
পুষ্টিকর নিউট্রি প্লাস
মানুষের ক্রয়ক্ষমতা ও পুষ্টি চাহিদা নিশ্চিতে নিউট্রি প্লাস ব্র্যান্ডের দুটি নতুন পণ্য নিয়ে এলো আমেরিকান প্রতিষ্ঠান কেয়ার নিউট্রিশন লিমিটেড। শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নিউট্রি প্লাস ব্র্যান্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নসিলা ফরটিফাইড ব্রেড স্প্রেড, অ্যানার্জি ফরটিফাইড টেস্টি স্যালাইন ও নসিলা ফরটিফাইড প্রিমিয়াম চকলেট নামে পণ্য তিনটির পরিচয় করিয়ে দেন কেয়ার নিউট্রিশনের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির সিওও হিন্দোল রয় বলেন, সব মানুষের পুষ্টি চাহিদা পূরণে ৬টি থেকে ২৩টি মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত স্বাস্থ্যসম্মত খাদ্য পণ্য উৎপাদনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রন্ট্রিয়ার নিউট্রিশনের সহযোগী এই প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এডি বেয়ারনট, সিএফও তানভির আলী, একাউন্টস ও ফিন্যান্স ম্যানেজার মনোয়ারুল ইসলাম, ব্র্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. নাজমুল হাসানসহ ফ্যাক্টরি ও প্রধান কার্যালয়ের অন্য কর্মকর্তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আয়োজন
বিশ্বরঙ-এর নীল উৎসব
বিশ্বরঙ আয়োজন করেছে নীল উৎসব। উৎসব পার্বণ উদযাপন চলবে কুরবানি ঈদ পর্যন্ত। ‘নীল উৎসব’ উপলক্ষ্যে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতি থেকে নেওয়া নীল ফুলের অনুপ্রেরণায় ফ্লোরাল মোটিফ আর নীল। সাদা রঙের বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের অনবদ্য উপস্থিতি এবং গরমের কথা মাথায় রেখে কাপড় ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিনেন, ভয়েল, স্লাব কাপড়। আর পোশাকগুলোতে নীলের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি। www.bishworang.website এই ওয়েব পেজটি এবং bishworangfanclub ফেজবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন।
ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব নাইট
১৬ জুন লয়ালটি প্রোগ্রাম সদস্যদের জন্য ‘প্রিমিয়ার ক্লাব নাইট ২০২২’-এর আয়োজন করে ঢাকা রিজেন্সি। বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব, সামাজিক ও ব্যবসায়িক উদ্যোক্তা, এয়ারলাইন্স, হোটেল, ক্লাব ও আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি সেক্টরের কর্মকর্তাদের উপস্থিতিতে ১৪ তলায় অবস্থিত সেলিব্রেশন হলে অনুষ্ঠিত হয় এই আয়োজনটি। ঢাকা রিজেন্সির নির্বাহী পরিচালক শহীদ হামিদ এফআইএইচ তার উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে এই আয়োজনকে স্বাগত জানান। অনুষ্ঠানে ছিল সংগীতশিল্পী কর্নিয়ার সংগীত পরিবেশনা!
পুষ্টিকর নিউট্রি প্লাস
মানুষের ক্রয়ক্ষমতা ও পুষ্টি চাহিদা নিশ্চিতে নিউট্রি প্লাস ব্র্যান্ডের দুটি নতুন পণ্য নিয়ে এলো আমেরিকান প্রতিষ্ঠান কেয়ার নিউট্রিশন লিমিটেড। শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নিউট্রি প্লাস ব্র্যান্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নসিলা ফরটিফাইড ব্রেড স্প্রেড, অ্যানার্জি ফরটিফাইড টেস্টি স্যালাইন ও নসিলা ফরটিফাইড প্রিমিয়াম চকলেট নামে পণ্য তিনটির পরিচয় করিয়ে দেন কেয়ার নিউট্রিশনের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির সিওও হিন্দোল রয় বলেন, সব মানুষের পুষ্টি চাহিদা পূরণে ৬টি থেকে ২৩টি মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত স্বাস্থ্যসম্মত খাদ্য পণ্য উৎপাদনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রন্ট্রিয়ার নিউট্রিশনের সহযোগী এই প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এডি বেয়ারনট, সিএফও তানভির আলী, একাউন্টস ও ফিন্যান্স ম্যানেজার মনোয়ারুল ইসলাম, ব্র্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. নাজমুল হাসানসহ ফ্যাক্টরি ও প্রধান কার্যালয়ের অন্য কর্মকর্তারা।