বর্ষার কদমে ভালোবাসার মূর্ছনা
‘বাদল দিনের প্রথম কদম ফুল/বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান/আমি দিতে এসেছি শ্রাবণের গান।’-প্রেমের কবি জীবনানন্দ দাশের এমনি ভালোবাসার লাইনগুলো যে কোনো প্রেমিকের মনে জোগায় ভালোবাসার আস্বাদন। বর্ষার ঝরঝর ধারা আর কদমের সংমিশ্রণ সত্যিই প্রেমিক মনে কবিতার পঙ্ক্তির রেখাপাত করে। এ সময়ে আকাশে কখনো জমছে মেঘ, কখনো কাঠফাটা রোদ। আবার কখনোবা হঠাৎ করে রিমঝিম বৃষ্টির মাঝেই জানান দেয় বর্ষার বার্তা।
এ সময়ে সবুজ পাতার ফাঁকে হলুদ কদম ফুলের লুকোচুরি সৃষ্টি করে এক নান্দনিক পরিবেশ।
একগুচ্ছ কদমের ভিন্ন রূপ পাচ্ছে লাল শাড়ি পরা প্রেমিকার হাতে। প্রেমপাগল প্রেমিক কতশত বাঁধা উপেক্ষা করে নিয়ে আসছে প্রিয়তমার জন্য একরাশ হলুদ সাদার কদম। কোনো প্রেমিক আবার আবেগআপ্লুত হয়ে পাতাসহ কদম গুঁজে দিচ্ছে প্রিয়জনের খোঁপায়। তাদের কেউ কেউ আবার কদম ফুল দিয়ে প্রিয়জনকে জানান দিচ্ছে লুকিয়ে রাখা ভালোবাসার কথা। কদমের গাছের ছাল জ্বরের ওষুধ হিসাবেও উপকারী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বর্ষার কদমে ভালোবাসার মূর্ছনা
‘বাদল দিনের প্রথম কদম ফুল/বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান/আমি দিতে এসেছি শ্রাবণের গান।’-প্রেমের কবি জীবনানন্দ দাশের এমনি ভালোবাসার লাইনগুলো যে কোনো প্রেমিকের মনে জোগায় ভালোবাসার আস্বাদন। বর্ষার ঝরঝর ধারা আর কদমের সংমিশ্রণ সত্যিই প্রেমিক মনে কবিতার পঙ্ক্তির রেখাপাত করে। এ সময়ে আকাশে কখনো জমছে মেঘ, কখনো কাঠফাটা রোদ। আবার কখনোবা হঠাৎ করে রিমঝিম বৃষ্টির মাঝেই জানান দেয় বর্ষার বার্তা।
এ সময়ে সবুজ পাতার ফাঁকে হলুদ কদম ফুলের লুকোচুরি সৃষ্টি করে এক নান্দনিক পরিবেশ।
একগুচ্ছ কদমের ভিন্ন রূপ পাচ্ছে লাল শাড়ি পরা প্রেমিকার হাতে। প্রেমপাগল প্রেমিক কতশত বাঁধা উপেক্ষা করে নিয়ে আসছে প্রিয়তমার জন্য একরাশ হলুদ সাদার কদম। কোনো প্রেমিক আবার আবেগআপ্লুত হয়ে পাতাসহ কদম গুঁজে দিচ্ছে প্রিয়জনের খোঁপায়। তাদের কেউ কেউ আবার কদম ফুল দিয়ে প্রিয়জনকে জানান দিচ্ছে লুকিয়ে রাখা ভালোবাসার কথা। কদমের গাছের ছাল জ্বরের ওষুধ হিসাবেও উপকারী।