আয়োজন
jugantor
আয়োজন

   

২১ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

প্রেম’স কালেকশনে ফ্যাশন শো

প্রেম’স কালেকশন্সের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাইভ ফ্যাশন শো ‘প্রি-ঈদ ফ্যাশন ২০২৩’। এতে প্রধান স্টপার হিসাবে পারফর্ম করে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সঙ্গে ছিলেন চিত্রনায়িকা শিমলাসহ দেশের শীর্ষ মডেল ও তারকা শিল্পীরা। ফ্যাশন শোর শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রেম’স কালেকশন্সের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদে নিখুঁত বুনন, গর্জিয়াস ডিজাইন এবং আরামদায়ক পোশাক উপহার দেওয়ার লক্ষ্যে ফ্যাশন ডিজাইনার এবং কারিগর সবাই বছরজুড়ে নিরলস কাজ করেছি। বিদ্যা সিনহা মিম বলেন, এখানে শো স্টপার হয়ে আমার অন্যরকম অনুভূতি কাজ করছে। ঈদ কালেকশনের সব ড্রেসই আমার কাছে স্পেশাল মনে হচ্ছে। ফ্যাশন শো মোট ৮টি কিউতে ভাগ করে ডিজাইনার পাঞ্জাবি, ভারতের ১৬টি রাজ্য থেকে বাছাই করা এক্সক্লুসিভ শাড়ি, লং কামিজ, ফ্লোর টাচ, ফ্রক, টপস, কুর্তাসহ নানা রকমের গাউন, শারারা ও লেহেঙ্গা নিয়ে পারফর্ম করেন মডেলরা। এ ছাড়াও ডিজাইনার সত্যপালের আনস্টিচ শাড়ি, স্কার্ফ, পার্স ও হ্যান্ডব্যাগ প্রদর্শিত হয়।

ঈদে আর্ট

আর্টের নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে মেয়েদের আধুনিক ও রুচিসম্মত পোশাক।

Facebook :www.facebook. com/artbd/

ব্যাং’র পাঞ্জাবি

আসন্ন ঈদকে সামনে রেখে বসন্তের এই শেষ বেলাতে ব্যাং নিয়ে এসেছে হালকা রঙের আরামদায়ক পাঞ্জাবি। এ ছাড়াও পাবেন শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, পাঞ্জাবি।

follow us on facebook :www.facebook.com/bang2006

আয়োজন

  
২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

প্রেম’স কালেকশনে ফ্যাশন শো

প্রেম’স কালেকশন্সের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাইভ ফ্যাশন শো ‘প্রি-ঈদ ফ্যাশন ২০২৩’। এতে প্রধান স্টপার হিসাবে পারফর্ম করে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সঙ্গে ছিলেন চিত্রনায়িকা শিমলাসহ দেশের শীর্ষ মডেল ও তারকা শিল্পীরা। ফ্যাশন শোর শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রেম’স কালেকশন্সের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদে নিখুঁত বুনন, গর্জিয়াস ডিজাইন এবং আরামদায়ক পোশাক উপহার দেওয়ার লক্ষ্যে ফ্যাশন ডিজাইনার এবং কারিগর সবাই বছরজুড়ে নিরলস কাজ করেছি। বিদ্যা সিনহা মিম বলেন, এখানে শো স্টপার হয়ে আমার অন্যরকম অনুভূতি কাজ করছে। ঈদ কালেকশনের সব ড্রেসই আমার কাছে স্পেশাল মনে হচ্ছে। ফ্যাশন শো মোট ৮টি কিউতে ভাগ করে ডিজাইনার পাঞ্জাবি, ভারতের ১৬টি রাজ্য থেকে বাছাই করা এক্সক্লুসিভ শাড়ি, লং কামিজ, ফ্লোর টাচ, ফ্রক, টপস, কুর্তাসহ নানা রকমের গাউন, শারারা ও লেহেঙ্গা নিয়ে পারফর্ম করেন মডেলরা। এ ছাড়াও ডিজাইনার সত্যপালের আনস্টিচ শাড়ি, স্কার্ফ, পার্স ও হ্যান্ডব্যাগ প্রদর্শিত হয়।

ঈদে আর্ট

আর্টের নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে মেয়েদের আধুনিক ও রুচিসম্মত পোশাক।

Facebook :www.facebook. com/artbd/

ব্যাং’র পাঞ্জাবি

আসন্ন ঈদকে সামনে রেখে বসন্তের এই শেষ বেলাতে ব্যাং নিয়ে এসেছে হালকা রঙের আরামদায়ক পাঞ্জাবি। এ ছাড়াও পাবেন শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, পাঞ্জাবি।

follow us on facebook :www.facebook.com/bang2006

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন