আয়োজন

  
২৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

রঙ বাংলাদেশ

প্রতিবারের মতো এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রঙ থিমে তৈরি হয়েছে এবারের সব সংগ্রহের নকশা উপাদান। পাখি প্রকৃতির অনিন্দ্য উপহার। রঙের বৈচিত্র্য আর বাহারে চোখ জুড়ায়। রঙধনুর প্রতিটি রঙই আছে পাখিদের শরীরে। কখনো একরঙা, কখনো একই রঙের নানা শেড আবার কখনো বহুবর্ণে নান্দনিক। এসব রঙে প্রাণিত হয়েছে রঙ বাংলাদেশের ডিজাইনাররা। তাই কাপড় ক্যানভাস হয়ে উঠেছে বর্ণময়। মোটিফরা হয়েছে দৃষ্টিনন্দন। পাখিদের রং অসংখ্য। এর মধ্য থেকে বেছে নিয়ে বিন্যাস ঘটানো হয়েছে চমৎকারভাবে। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী। পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও।

 

বিশ্বরঙ

স্বতন্ত্রতায় বিশ্বাসী ‘বিশ্বরঙ’ সুপ্রিয় ক্রেতা সাধারণের উৎসব আনন্দে অনন্য মাত্রা যোগ করার প্রয়াসে প্রতিবারের মতো এবারেও নতুনত্ব ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যবহার করে ‘বিশ্বরঙ’ এবারেও ঈদুল ফিতরের আয়োজনে পোশাকে ট্রেন্ডি এবং ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় যেমন-সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিনেন, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে। রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি রঙের ‘ম্যাচিউরড টোন’ এর পরিমিত ব্যবহার লক্ষণীয়।

আর্টিজ্যান

ঈদ উপলক্ষ্যে ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যান এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পলো শার্ট ও টি-শার্ট। এ সময়ের আবহাওয়া উপযোগী কালারফুল ডিজাইনের এসব কালেকশন তৈরি করা হয়েছে সুতিসহ আরামদায়ক কাপড়ে। কাটিং ও প্যাটার্নে আনা হয়েছে বৈচিত্র্য। কেনা যাবে পাইকারি ও খুচরা। ফেসবুক : artiæan fashion

কে-ক্র্যাফট

ঈদের আয়োজনে রয়েছে ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, বক্স প্লিটেডসহ বৈচিত্র্যময় নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফটান, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট। এছাড়া ঈদকে সামনে রেখে শাড়ির বৈচিত্র্যপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন থাকছে। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সবার দৃষ্টি কাড়বে। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে-ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও পাওয়া যাবে শেরওয়ানি, কটি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও পলো শার্ট। মেয়ে শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে-সালওয়ার, কামিজ, ফ্রক, কুর্তি, টপস, পাফি পার্টি ড্রেস, লেহেঙ্গা সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, শেরওয়ানিসহ নানা আয়োজন। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে।

লা রিভ

লা রিভের এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাসে অভিজাত এবং মন-মুগ্ধকর সব ডিজাইন যোগ হয়েছে ঈদ উপলক্ষ্যে। এবারের নার্গিসাস কালেকশনের মূল ফিচার শেয়ার-লেয়ারিং। আমাদের ঐতিহ্যবাহী মসলিনের মতো স্বচ্ছ কাপড়ে নিখুঁত হাতের কাজ নার্গিসাসের পোশাকগুলোতে ভিন্ন মাত্রার ফ্যাশন-দ্যোতনা যোগ করেছে। স্কার্ট-কামিজ সেট থেকে শুরু করে শারারা-কামিজ সেট, ফোর-পিস সালোয়ার কামিজ স্যুট, শ্রাগ-স্টাইল ডিজাইন, লং টিউনিক, শ্রাগ, শার্ট, রেট্রো-র‌্যাফল গাউন ও আঙরাখা প্যাটার্ন পিস, সবকিছুরই সবচেয়ে অভিজাত ডিজাইন যোগ হয়েছে এ কালেকশনটি। পুরুষের ঈদ কালেকশনে থাকছে রুচিশীল কাজ করা ফিটেড, সেমি ফিট ও রেগুলার ফিট পাঞ্জাবি, ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, কমফোর্ট শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। বটমস কালেকশনে নানা ফিটের প্যান্ট পাজামা, ডেনিম ও চিনোস প্যান্টস এবং লুঙ্গি ডিজাইন করা হয়েছে। সব বয়সের পুরুষের জন্য ম্যাচিং টুপিরও দারুণ একটি কালেকশন সাজিয়েছে লা রিভ। শিশুদের ঈদের আনন্দ সম্পূর্ণ করতে সব ধরনের পোশাক থাকছে লা রিভের এ ঈদ কালেকশনে। বিস্তারিত www.facebook.com/lerevecraye

এ. হাকিমের পর্দা

পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেটের বেইসমেন্টে ঐতিহ্যবাহি পর্দা-সোফা ও গাড়ির সিট এবং কুশন কভারের কাপড়ের বিক্রয় প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স ঈদ উপলক্ষ্যে দেশি-বিদেশি সব ধরনের কাপড়ের প্রচুর পসরা সাজিয়েছে। ঘরের আভিজাত্য ফুটিয়ে তুলতে দৃষ্টিনন্দন পর্দা-সোফা কভারের বিকল্প অন্য কিছু নেই। রুচিসম্মত পর্দা ও সোফা কভার তৈরি করতে বেশ কয়েক দিন সময়ের প্রয়োজন হয়, তাই যে কোনো উৎসব ও অনুষ্ঠানের আগে ভাগেই, ঘরের সৌন্দর্যের জন্য প্রস্তুতি নিতে হয়। যোগাযোগ : ০২-৫৭৩৯৫৮৫২

পাবনায় বিটুর আউটলেট উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে জনপ্রিয় ফ্যাশন হাউস বিটুর আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ঈশ্বরদীর নতুনহাট গ্রীনসিটিতে ফিতা কেটে শো-রুম উদ্বোধন করেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহাক আলী মালিথা। পরে অতিথিদের নিয়ে বিটুর সুবিশাল আউটলেট পরিদর্শন করেন বিটুর শুভেচ্ছাদূত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান, বিটুর কর্ণধার সুশ্রীতা পোদ্দার বিথী, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন