ইন্টেরিয়র

ঘর থাকুক শীতল

 ঘরেবাইরে ডেস্ক 
০৬ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গরমে কেবল শীতলতা খোঁজে মন। বাইরের ব্যস্ততা শেষে ঘরে ফিরে প্রশান্তির ঘুমের জন্যও ঘরের শীতলতা প্রয়োজন সবার আগে। কিন্তু ঘটে তার বিপরিত। বাইরে যেমন তীব্র গরম থাকে দিনে, রাতেও গরমের প্রভাব থাকে প্রায় একই রকম। গরম থেকে যেন মুক্তি মিলে না কোনোভাবেই। তবে আপনি যদি কিছু টিপস মাথায় রাখেন তবে বাইরের গরমের প্রভাব পড়বে না আপনার অন্দরমহলে। এ ক্ষেত্রে একটু সময় আর কিছু টুকিটাকি কাজ আপনাকে করতে হবে গরম শুরু প্রথম থেকেই।

ভারী পর্দা : গরমের সময় অনেকেই ভাবেন ভারী পর্দা ঘরে গরম আবদ্ধ করে রাখবে। কিন্তু ঘটে এর ওলটা। বাইরের গরমভাবটা ভারী পর্দা আপনার ঘরে প্রবেশ করতে দেয় না। ফলে ঘর থাকে অনেকখানি ঠান্ডা। তবে লক্ষ রাখুন যাতে পর্দার রং হয় হালকা। এতে করে পর্দার সুফল আপনি পাবেন আরেকগুণ বেশি।

পর্যাপ্ত আলো বাতাস : ঘরভর্তি আসবাবপত্র ঘরে বাতাস প্রবেশ করতে দেয় না। তাই যতটা সম্ভব ঘর রাখুন আসবাবপত্রমুক্ত। প্রয়োজনীয় আসবাবপত্র বাদে অন্যান্য ব্যবহারের জিনিসগুলো গুছিয়ে কিংবা আলাদা রুমে শিফট করে রাখুন গরমের শুরু থেকেই।

মাটির পানির পাত্র : ঘরের কোনায় কোনায় পানিভর্তি মাটির পাত্র রাখুন। এতে ঘরে অনেকখানি ঠান্ডা অনুভব হবে। তবে খেয়াল রাখুন পানি যাতে সময় সময় পালটে দেওয়া হয়।

ইন্ডোর প্লেন : ঘরের মাঝেও আপনি রাখতে পারেন গাছ। এতে দেখতে যেমন নান্দনিক লাগবে তেমনি গরম থেকেও রেহাই মিলবে।

দরজা : দরজা এবং জানালা সব সময় খোলা রাখার চেষ্টা করুন। এতে বাতাস পর্যাপ্ত পরিমাণে ঘরে ঢুকতে পারবে এবং গরম বাতাস বাইরে বের হয়ে যেতে পারবে।

লাইটের ব্যবহার : গরমের এ সময়ে প্রয়োজন ছাড়া লাইট ব্যবহার কমিয়ে আনুন। এনার্জি লাইট ব্যবহার করুন, এতে গরম অনেক কম অনুভব হবে। লাল আলোর বাল্ব যতটা সম্ভব এড়িয়ে চলুন গরমের এ মৌসুমে। ঘরে দিনের বেলা পর্দা সরিয়ে জানালা খুলে রাখুন। বাইরের ধুলাবালির জন্য আলাদা নেট ব্যবহার করতে পারেন। এতে ঘরে আলো যেমন প্রবেশ করবে তেমনি ঘর ঠান্ডাও থাকবে দীর্ঘ সময় পর্যন্ত।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন