মাড়ির রোগ প্রতিরোধ জরুরি
jugantor
মাড়ির রোগ প্রতিরোধ জরুরি

   

১৮ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

অনেকের ধারণা বয়স বাড়ার সঙ্গে মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি লাল হয়ে ফুলে যাওয়া যেন স্বাভাবিক। অনেকে আবার রক্তপড়া দেখে অবচেতন মনে ব্রাশকে মাড়ির কাছে না নিয়ে দাঁত মাজে। দীর্ঘমেয়াদি মাড়ি রোগ নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে যেমন হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসে রোগ, ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের কার্যকারিতা হ্রাস, হাড় ক্ষয়, রক্তের রোগ, গর্ভকালীন জটিলতা। সেই সঙ্গে দাঁতের সঙ্গে মাড়ি ও হাড়ের স্বাভাবিক বন্ধনকে দুর্বল করে দাঁতকে নড়িয়ে দেয়। মুখের রোগ পেরিওডন্টাইটিসের সঙ্গে নন-অ্যালকোহলিক লিভার ডিজিজ, লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কারসিনোমার যোগসূত্র খুঁজে পাওয়া যায। এসব রোগে রোগিদের অবস্থার অবনতি ঘটে। গর্ভবতীদের মাড়ির রোগ থাকলে গর্ভের শিশু নির্দিষ্ট সময়ের আগে জন্ম নিতে পারে।

সঠিক নিয়মে মুখের যত্নের অভাবে দাঁত ও মাড়ির মাঝখানে প্ল্যাক ও পরবর্তিতে পাথর জমে প্রদাহ তৈরি থেকে রক্ত পড়ার পাশাপাশি শারীরিক অনেক রোগ দেখা দেয়। কারণ নিশ্চিত করে দ্রুত চিকিৎসা প্রয়োজন।

- ডা. সানজিদা উর্মি

ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক, বিএফডিএস

মাড়ির রোগ প্রতিরোধ জরুরি

  
১৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

অনেকের ধারণা বয়স বাড়ার সঙ্গে মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি লাল হয়ে ফুলে যাওয়া যেন স্বাভাবিক। অনেকে আবার রক্তপড়া দেখে অবচেতন মনে ব্রাশকে মাড়ির কাছে না নিয়ে দাঁত মাজে। দীর্ঘমেয়াদি মাড়ি রোগ নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে যেমন হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসে রোগ, ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের কার্যকারিতা হ্রাস, হাড় ক্ষয়, রক্তের রোগ, গর্ভকালীন জটিলতা। সেই সঙ্গে দাঁতের সঙ্গে মাড়ি ও হাড়ের স্বাভাবিক বন্ধনকে দুর্বল করে দাঁতকে নড়িয়ে দেয়। মুখের রোগ পেরিওডন্টাইটিসের সঙ্গে নন-অ্যালকোহলিক লিভার ডিজিজ, লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কারসিনোমার যোগসূত্র খুঁজে পাওয়া যায। এসব রোগে রোগিদের অবস্থার অবনতি ঘটে। গর্ভবতীদের মাড়ির রোগ থাকলে গর্ভের শিশু নির্দিষ্ট সময়ের আগে জন্ম নিতে পারে।

সঠিক নিয়মে মুখের যত্নের অভাবে দাঁত ও মাড়ির মাঝখানে প্ল্যাক ও পরবর্তিতে পাথর জমে প্রদাহ তৈরি থেকে রক্ত পড়ার পাশাপাশি শারীরিক অনেক রোগ দেখা দেয়। কারণ নিশ্চিত করে দ্রুত চিকিৎসা প্রয়োজন।

- ডা. সানজিদা উর্মি

ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক, বিএফডিএস

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন