যক্ষ্মা নির্মূলে চাই সচেতনতা
ফুসফুসের সমস্যার মধ্যে যক্ষ্মা অন্যতম। এটি নির্মূলে পথে কাজ করছে বাংলাদেশ। একটি সংক্রামক ব্যাধি। একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। যক্ষ্মা হলে রক্ষা নাই, কথাটি সত্য নয়। যক্ষ্মা রোগের ওষুধ সঠিক নিয়মে খেলে এ রোগ সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এটি সম্পূর্ণ প্রতিরোধ ও নিরাময়যোগ্য রোগ। জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই যক্ষ্মা রোগী শনাক্ত করা যায়। সরকারি প্রতিষ্ঠানগুলোয় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়, পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করা হয়।
* কোথায় কোথায় সুবিধা পাওয়া যাবে
কেবল সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানেই নয়, বেসরকারি ক্ষেত্রে হাসপাতাল বা নার্সিং হোমে যক্ষ্মা রোগের চিকিৎসা হয়। শুধু ঢাকাতেই নয় ঢাকার বাইরে জেলা-উপজেলাতে যক্ষ্মার ব্যবস্থাপনা আছে হেলথ কমপ্লেক্স যক্ষ্মা রোগের চিকিৎসা এবং রোগ নির্ণয় করা হয়।
* পরিশেষে
যক্ষ্মা যেহেতু সংক্রামক রোগ, তাই এটি নির্মূলের জন্য অবশ্যই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের জন্য মাক্স পরা জরুরি। ঠিকমতো যক্ষ্মার ওষুধ না খেলে এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স) হয়ে পড়ে যা ভয়াবহ আকার ধারণ করে। সঠিক চিকিৎসা না নিলে যক্ষ্মা থেকে মৃত্যু হতে পারে। তাই আসুন যক্ষ্মা নির্মূলে সচেতন হই।
যক্ষ্মা নির্মূলে চাই সচেতনতা
সুস্থ থাকুন ডেস্ক
২৭ মে ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুসফুসের সমস্যার মধ্যে যক্ষ্মা অন্যতম। এটি নির্মূলে পথে কাজ করছে বাংলাদেশ। একটি সংক্রামক ব্যাধি। একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। যক্ষ্মা হলে রক্ষা নাই, কথাটি সত্য নয়। যক্ষ্মা রোগের ওষুধ সঠিক নিয়মে খেলে এ রোগ সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এটি সম্পূর্ণ প্রতিরোধ ও নিরাময়যোগ্য রোগ। জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই যক্ষ্মা রোগী শনাক্ত করা যায়। সরকারি প্রতিষ্ঠানগুলোয় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়, পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করা হয়।
* কোথায় কোথায় সুবিধা পাওয়া যাবে
কেবল সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানেই নয়, বেসরকারি ক্ষেত্রে হাসপাতাল বা নার্সিং হোমে যক্ষ্মা রোগের চিকিৎসা হয়। শুধু ঢাকাতেই নয় ঢাকার বাইরে জেলা-উপজেলাতে যক্ষ্মার ব্যবস্থাপনা আছে হেলথ কমপ্লেক্স যক্ষ্মা রোগের চিকিৎসা এবং রোগ নির্ণয় করা হয়।
* পরিশেষে
যক্ষ্মা যেহেতু সংক্রামক রোগ, তাই এটি নির্মূলের জন্য অবশ্যই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের জন্য মাক্স পরা জরুরি। ঠিকমতো যক্ষ্মার ওষুধ না খেলে এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স) হয়ে পড়ে যা ভয়াবহ আকার ধারণ করে। সঠিক চিকিৎসা না নিলে যক্ষ্মা থেকে মৃত্যু হতে পারে। তাই আসুন যক্ষ্মা নির্মূলে সচেতন হই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023